Connect with us
ফুটবল

রোনালদোর ইউটিউব চ্যানেলে অতিথি মেসি, নেপথ্যে যে রহস্য!

Cristiano Ronaldo and Lionel Messi
ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

নিঃসন্দেহে বর্তমান ফুটবল বিশ্বে সেরা দুই ফুটবলারের নাম লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ান রোনালদো। বয়স হলেও রেকর্ডের ফুলঝুড়ি ছড়াচ্ছেন এই দুই ফুটবলার। মাঠে নামলেই রেকর্ড ভাঙা-গড়ায় মাতেন তারা। নিজেদের প্রতিনিয়তই সমৃদ্ধ করে যাচ্ছেন এই সেরা দুই খেলোয়াড়।

এবার এক ফ্রেমে মেসি-রোনালদোকে দেখতে যাচ্ছেন ফুটবলপ্রেমীরা! এমনটায় গুঞ্জন উঠেছে ফুটবলাঙ্গনে। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টকে কেন্দ্র করে এই গুঞ্জনটি উঠেছে।

রোনালদোর ছবি ক্যাপশনে দিয়ে লেখা ‘ ইন্টারনেটের একটি রেকর্ড ভাঙতে যাচ্ছি আমরা।’ এই পোস্টকে কেন্দ্র নেট পাড়ায় মেসি-রোনালদোর এক ফ্রেমে আসা ঘিরে গুঞ্জন চলছে।

এ সম্পর্কে পোস্ট করেছেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও। রোনালদোর ছবির দিয়ে ক্যাপশনে লিখেন , ‘ খুব তাড়াতাড়ি নতুন একজন অতিথি আসবেন ক্রিস্টিয়ানোর চ্যানেলে। আমরা ইন্টারনেটে রেকর্ড ভাঙতে যাচ্ছি।’ অনেকে ধারণা করছেন, রোনালদোর ইউটিউব চ্যানেলে অতিথি হয়ে খোদ মেসিই আসবেন।

এর আগে ফিফা-২০২২ বিশ্বকাপের আগে নিজেদের ভ্যারিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছিলেন মেসি এবং রোনালদো। যেখানে দেখা যাই মেসি এবং রোনালদো দাবা খেলায় ব্যস্ত। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফুটবলারদের এক ফ্রেমে ঘিরে গুঞ্জন শুরু হয়। তবে সেটি ছিল ফ্যাশন হাউজের ব্রিফকেসের ওপর।

বয়স হলেও এখনও সাবলীল ফুটবল খেলে যাচ্ছেন মেসি এবং রোনালদো। লা লিগায় দীর্ঘদিন খেলেছেন মেসি-রোনালদো। মেসি ছিলেন বার্সেলোনায় এবং রোনালদো রিয়াল মাদ্রিদে। সেখানে প্রায় সময় তাদেরকে একে অপরের বিপক্ষে মাঠে দেখা যেত। কিন্তু বর্তমানে দুই জন দুই মহাদেশের ক্লাবে খেলছেন। এখন আর তাদের একই মাঠে দেখতে পারেন না ফুটবলপ্রেমীরা।

দীর্ঘ দিন পর পছন্দের এই দুই ফুটবলারকে এক সঙ্গে দেখতে পারবেন তারা। যদি রোনালদোর ইউটিউব চ্যানেলে মেসি অতিথি হিসেবে আসেন তাহলে ফুটবলপ্রেমীরা কতটা আনন্দিত হবেন তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুনঃ না ফেরার দেশে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক

ক্রিফোস্পোর্টস/১৮ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল