শুরুর একাদশে মেসি থাকা মানেই অন্য এক আর্জেন্টিনা। ক্ষুরধার ও শক্তিশালী আলবেসিলাস্তেদের সামনে উড়ে গেল পেরু। শুরুর একাদশে ফিরেই চমক দেখালেন মেসি। বুধবার সকালে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে পেরুকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়েছে মেসিরা।
মেসির পা থেকে দুটি গোলই আসে প্রথমার্ধে। আর্জেন্টিনার জার্সিতে ১৭৮ ম্যাচে তার গোলসংখ্যা বেড়ে হলো ১০৬টি।
আর্জেন্টিনার গোলমুখে পেরু ছয়টি শট নিলেও একটিও লক্ষ্যে ছিল না বলে এমিলিয়ানো মার্তিনেজকে আজ তেমন কষ্ট করতে হয়নি। চোটের কারণে গত ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলেননি মেসি। চোট থেকে সেরে উঠে প্যারাগুয়ের বিপক্ষে খেলেন কিন্তু হাফটাইমেরও পর।
পুরো ৯০ মিনিট খেলা মেসি প্রথম সাফল্য পান ৩২ মিনিটে। নিজেদের বক্স থেকে বল নিয়ে এগিয়ে পেরুর ডি বক্সে যান এঞ্জো ফার্নান্দেজ। বল দেন গঞ্জালেজকে। কাটব্যাক করা বল দারুণ দক্ষতায় প্রথম ছোঁয়াতেই বল জালে পাঠান মেসি।
৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফুটবলের ক্ষুদে জাদুকর। নিকোলাস তাগলিয়াফিকোর পাস ধরে এঞ্জো ডি-বক্সে ঢুকে পড়েন। তার বাড়ানো বল নিচু শটে জালে পাঠিয়ে দেন ইন্টার মায়ামির এই তারকা। ২-০ স্কোরেই শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে পেরু একটু আক্রমণ করার চেষ্টা করে। আর আর্জেন্টিনা লিড ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করে। এর মধ্যে ৫৭তম মিনিটে আরও একবার জালে বল পাঠালেও ভিএআরের সাহায্যে অফসাইডের সিদ্ধান্ত দেওয়া হলে হ্যাটট্রিকবঞ্চিত হন তিনি।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে টানা চারটি ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আর্জেন্টিনা নিজেদের অবস্থান শক্ত করলো। দিনের আগের ম্যাচে ব্রাজিলকে ২-০ ব্যবধানে হারিয়ে দুইয়ে উঠে এসেছে উরুগুয়ে।
আরও পড়ুন: উরুগুয়ের কাছে লজ্জাজনক হার ব্রাজিলের
ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৩/এজে