Connect with us
ফুটবল

বাজারে নতুন ‘হাইড্রেশন’ পানীয় আনছেন মেসি

Messi is bringing new 'hydration' drink in the market
নতুন ব্যবসায় নাম লেখালেন মেসি। ছবি- সংগৃহীত

বিশ্ব ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। দেড় দশকেরও বেশি সময় ধরে বিশ্বের ফুটবল ভক্তদের বিমোহিত করেছেন এই দুই তারকা। এর মধ্যে রোনালদো ফুটবলের পাশাপাশি ক্যারিয়ারের শুরু থেকেই নানা ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলেও মেসি এদিক থেকে বেশ পিছিয়েই ছিল।তবে ফুটবল ক্যারিয়ারের গোধূলী লগ্নে এসে এবার ব্যবসার সঙ্গেও জড়িত হচ্ছেন মেসি।

এর আগে ২০২২ সালে কাপড়ের ব্যবসায় নাম লিখিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তারই ধারাবাহিকতায় এবার বাজারে নতুন হাইড্রেশন পানীয় আনার কথা জানালেন লিও। বিশ্বকাপজয়ী তারকার নতুন এই ব্যবসা সম্পর্কে তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে বিস্তারিত জানিয়েছেন।

পানীয়র নতুন এই ব্র্যান্ডের নাম এখনো প্রকাশ করেননি মেসি। তবে নিজেদের কি কি পরিকল্পনা রয়েছে সে সম্পর্কে গত বুধবার বিস্তারিতভাবে নিজের ইন্সটাগ্রামে জানান।

প্রকাশ করা ভিডিওর ক্যাপশনে মেসি লেখেন, ‘আমাদের হাইড্রেশন ড্রিংক বাজারে নিয়ে আসতে আমরা কঠোরভাবে পরিশ্রম করছি। কেননা হাইড্রেশন প্রত্যেকের জন্যই অনেক গুরুত্বপূর্ণ। আমরা নিশ্চিত করতে চাই, সব কিছু যেন ঠিকভাবে সম্পন্ন করতে পারি।’

মেসি আরো জানান, ‘আমাদের কাজ যেখানে হচ্ছে সেখানকার কতটুকু অগ্রগতি হয়েছে সেটা দেখে আসলাম। আমার পরবর্তী প্রজন্মের হাইড্রেশন পানীয় কীভাবে তৈরি হচ্ছে সেটা জেনেও আসলাম।’

মেসির নতুন ব্যবসার এই পানীয় আগামী জুন মাস থেকে বাজারে পাওয়া গেলেও এখনও এর নাম নির্ধারণ করা হয়নি। এই পানীয় বিশেষত্ব হচ্ছে এটি নন অ্যালকোহলিক ও অন্যান্য পানীয়র থেকে কিছুটা আলাদা হবে। পানীয়র এই ব্যবসাটি লিও মার্ক অ্যান্থনি ব্র্যান্ডের সঙ্গে যৌথভাবে করছে।

এটি ছাড়াও মেসি আরও কিছু ব্যবসা ও বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে স্পন্সরশিপ বাবদ মোটা অঙ্কের অর্থ আয় করেন। ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক ভ্যালু থাকা মেসির সঙ্গে অ্যাডিডাস, বাডউইজার, পেপসিকোর মত নামি-দামি ব্র্যান্ডের চুক্তি রয়েছে।

আরও পড়ুন: প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের লিগে মাসসেরা হলেন মেসি 

ক্রিফোস্পোর্টস/৪মে২৪/এমএস/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল