Connect with us
ফুটবল

ভারতে যাচ্ছেন মেসি, বাংলাদেশে কি আসবেন?

লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

এর আগে সর্বশেষ ২০১১ সালে ভারতে এসেছিলেন মেসি এবং তার দল আর্জেন্টিনা। সে বারই প্রথমবারের মতো ভারতীয় উপমহাদেশে এসেছিলেন তারা। এবার দীর্ঘ ১৪ বখর পর আরও একবার ভারত সফরে আসতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দলটি। জানা গেছে আগামী বছর ভারতের কেরালায় খেলতে আসবে লিওনেল মেসিরা।

গত বুধবার কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরহিমান সাংবাদিকদের জানিয়েছেন, আগামী ২০২৫ সালে আর্জেন্টিনা ফুটবল দল খেলতে আসবে কেরালায়। সে দলের সদস্য হিসেবে থাকবেন মেসিও। আর্জেন্টিনা সরকার এবং তাদের ফুটবল ফেডারেশনের (এএফএ) সাথে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানান তিনি।

এদিকে আগেরবার যখন ভারত সফরে এসেছিল আর্জেন্টিনা, তখন সেখান থেকে পার্শ্ববর্তী বাংলাদেশেও এসেছিল লাতিন আমেরিকার অন্যতম সেরা এই দলটি। সেবার ভারতে ভেনেজুয়েলার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে তারা। এরপর ঢাকায় এসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা।

তাই এবারও যে এমন কিছু হওয়া অসম্ভব নয় তা বিশ্বাস করেন এদেশের ফুটবল ভক্তরা। দেশের ফুটবলপ্রেমীরা মনে করেন যেহেতু ভারতে আসছেন মেসিরা, বাফুফে কর্মকর্তারা চাইলে তাদের আমাদের দেশেও নিয়ে আসতে পারেন। বিষয়টি খুব বেশি কঠিন নয় বলে মনে করেন অনেকে। কেননা বাংলাদেশের প্রতি গেল বিশ্বকাপের পর থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এসেছে আর্জেন্টিনার।

Lionel messi in Dhaka Bangladesh 2011

২০১১ সালে ঢাকায় আর্জেন্টিনা দল।

কারণ কাতার বিশ্বকাপে তারা দেখেছে বাংলাদেশে কী পরিমান ভক্ত সমর্থক রয়েছে লিওনেল মেসি এবং আর্জেন্টিনার। হয়তো সেই সংখ্যা তাদের নিজেদের দেশের জনগণের তুলনায়ও বেশি। বাংলাদেশী ফুটবল ভক্তদের আর্জেন্টিনা নিয়ে কতটা মাতামাতি তা গোটা বিশ্বে প্রবল ভাবে জানা গিয়েছিল। যা তখন চোখ এড়ায়নি আর্জেন্টিনা ও মেসি কারোই।

যদিও বাংলাদেশে মেসি আসবেন কিনা সে বিষয়ে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। তাছাড়া দেশের বর্তমান পরিস্থিতিতে এমন বড় উদ্যোগ নেওয়ার সাহস করবে কিনা বাফুফে তা নিয়েও রয়েছে সন্দেহ। তবে মেসিরা যদি বাংলাদেশে খেলতে আসেন, তবে নিঃসন্দেহে উৎসবের আমেজ বয়ে যাবে গোটা দেশে।

আরও পড়ুন:

» আইপিএল-২০২৫ নিলাম : কবে কখন? সরাসরি দেখবেন যেভাবে

» বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট ম্যাচসহ আজকের খেলা (২২ নভেম্বর ২৪)

এদিকে জানা গেছে, স্পেনে গিয়ে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলেছে কেরেলা সরকার। আগামী বছর সেপ্টেম্বর বা অক্টোবরে প্রদর্শনী ম্যাচ হতে পারে। আপাতত ম্যাচের ভেন্যু হিসেবে কোচিকে নির্ধারণ করা কথা জানা গেছে। যেই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৬০ হাজারের কাছাকাছি দর্শক।

এই ম্যাচ উপলক্ষে ফিফার কর্মকর্তারাও কেরালায় আসবেন বলে জানানো হয়েছে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সঙ্গে একটি চুক্তি হয়েছে কেরেলার। যেখানে কেরালা সরকারের সহযোগিতায় সেখানে একটি ফুটবল একাডেমি তৈরির করতে পারে এএফএ। জানা যায় সেই চুক্তিতে কেরেলায় আর্জেন্টিনার ম্যাচ আয়োজনের বিষয়ও উল্লেখ আছে।

ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল