এ যেন ফুটবলের বসন্তকাল। একদিকে ইউরো, অন্যদিকে কোপা আমেরিকা। ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই ইতোমধ্যে শুরু হয়েছে, অপরদিকে দুয়ারে কড়া নাড়ছে কোপা। আর তিন দিন পরেই মাঠে গড়াবে কোপা আমেরিকা।
কোপার মঞ্চে ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকেন সমর্থকরা। আগামী ২১ জুন এবারের কোপা আমেরিকা মিশন শুরু করবে আলবি সেলেস্তেরা, প্রতিপক্ষ কানাডা।
এদিকে আসর শুরুর আগে অফিশিয়াল ফটোশুটে অংশ নিয়েছেন মেসি-ডিমারিয়ারা। মঙ্গলবার সেই ছবি ও ভিডিও প্রকাশ হয়েছে। এতে দেখা গেছে, ভিন্ন ভিন্ন পোজে ছবি তুলেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন :
» অলিম্পিকে সরাসরি খেলার টিকিট পেলেন বাংলাদেশের আর্চার সাগর
» সুপার এইটে কেমন খেলবে বাংলাদেশ, যা বললেন মুশফিক
রদ্রিগো ডি পল কোপা আমেরিকার মিনি ট্রফিতে চুমু দিচ্ছেন। এছাড়া এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনার পতাকা গায়ে জড়িয়ে বল মাথায় কসরত করা অবস্থায় ছবি তোলেছেন।
এক ভিডিওতে মেসি ডি মারিয়া এবং ওতামেন্দিকে উদ্দেশ্য করে বলেছেন, যাও যাও শুট করে নাও। এবারই শেষ এরপর আর কোপা আমেরিকা নয়, ক্যাম অন।
আর এতেই স্পষ্ট হয়ে গেছে, এবারের আসর দিয়েই কোপায় নিজের ইতি টানতে চলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তার সঙ্গে বন্ধু ডি মারিয়ারও শেষ কোপা আমেরিকা এটি। যদিও এই ঘোষণা আগেই দিয়ে রেখেছেন তিনি। এবারের কোপার পর জাতীয় দল থেকে অবসর নেবেন বলে ঘোষণা দিয়েছিলেন ডি মারিয়া। এছাড়া বয়সের বিবেচনায় ওতামেন্দিরও এটি শেষ কোপা আমেরিকা হতে পারে।
ক্রিফোস্পোর্টস/১৮জুন২৪/এসএ