Connect with us
ফুটবল

রোনালদোর বিপক্ষে ‘ঐতিহাসিক’ ম্যাচ খেলতে মুখিয়ে আছেন মেসি

Messi and Ronaldo
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলার তর সইছে না মেসির- সংগৃহীত

গেল এক যুগেরও অধিক সময় ফুটবল বিশ্ব মাতিয়ে চলেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এবং পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এই দুই মহারথীর দ্বৈরথ উপভোগ করতে সর্বদাই মুখিয়ে থাকেন ফুটবল প্রেমীরা। তবে এই দুই ফুটবলার ইউরোপ ছাড়ার পর তাদের ফের মুখোমুখি না হওয়ার শঙ্কা জেগেছিল ভক্ত মনে।

ইউরোপ ছেড়ে ক্রিস্টিয়ানো রোনালদো পাড়ি জমিয়েছেন সৌদি ক্লাব আল নাসরে। অন্যদিকে মেসি যোগ দিয়েছেন ভিন্ন মহাদেশের আরেকটি ক্লাব ইন্টার মায়ামিতে। তবে ভক্তদের প্রত্যাশা মত এই দুই তারকাকে একসাথে দেখার সুযোগ করে দিচ্ছে তাদের ক্লাবগুলো। প্রাক মৌসুম প্রস্তুতি হিসেবে সৌদি আরবের ক্লাবের সাথে খেলবে মেসির ইন্টার মায়ামি।

মধ্যপ্রাচ্যের দেশটিতে ইন্টার মায়ামি, আল নাসর ও আল হিলালকে নিয়ে আয়োজন করা হয়েছে রিয়াদ সুপার কাপ। সৌদির সেরা দুই ক্লাবের বিপক্ষে খেলে মেজর লিগ সকারের আগে নিজেদের প্রস্তুতি সারতে চায় মেসির দল। এই আয়োজনে ২৯ জানুয়ারি নেইমারের ক্লাব আল হিলাল এবং ১ ফেব্রুয়ারি রোনালদোর দল আল নাসরের বিপক্ষে বাংলাদেশ সময় রাত ১২টায় মাঠে নামবে মায়ামি।

নেইমার জুনিয়র চোটের কারণে খেলতে না পারলেও মুখোমুখি হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির। তাই নাসর-মায়ামির ম্যাচ নিয়ে বাড়তি উন্মাদনা জেগেছে ভক্ত মনে। এবার সেই আমেজকে আরো বাড়িয়ে দিতে রিয়াদ সুপার কাপ নিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন মেসি।

পোস্টে মেসি এই প্রতিযোগিতাকে ঐতিহাসিক বলে আখ্যা দেন। পাশাপাশি ম্যাচ গুলো খেলার জন্য মুখিয়ে আছেন বলেও উল্লেখ করেন, ‘ইন্টার মায়ামির হয়ে রিয়াদ সিজন কাপের অংশ হতে আর তর সইছে না আমার। যেখানে আমরা এক ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় সৌদির শীর্ষ ক্লাবগুলোর মুখোমুখি হব।’

তবে এবারই প্রথম নয়, গত বছরেও পিএসজির হয়ে সৌদি আরবে খেলতে এসেছিলেন মেসি। সেবার রিয়াদে সৌদি ক্লাবগুলোর খেলোয়াড়দের নিয়ে গড়া অল স্টারসের বিপক্ষে পিএসজি জিতেছিল ৫-৪ গোলে। তখন মেসির সাথে এক দলে ছিলেন বন্ধু নেইমার। সেই ম্যাচের পর আর দেখা হয়নি রোনালদো-মেসি দৈরথ।

আরও পড়ুন: বছরের শুরুতেই ফিফার বড় জরিমানার মুখে পড়েছে বাফুফে

ক্রিফোস্পোর্টস/১২জানুয়ারি২৪/এফএএস

 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল