Connect with us
ফুটবল

লিগের সেরা নবাগত বর্ষসেরা প্লেয়ারের জন্য মনোনীত মেসি

MEssi
লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

গত জুলাইয়ে ক্যারিয়ারের ইউরোপ চ্যাপ্টার শেষ করে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি। যোগ দেওয়ার পর থেকেই দুরন্ত ফর্মে ছিলেন লিও।

মায়ামিকে লিগ কাপ জেতাতে রেখেছেন সবচেয়ে বড় ভূমিকা, হয়েছেন টুর্নামেন্টের সেরা প্লেয়ার। এমনকি এই লিগ কাপটি ডেভিড বেকহামের ক্লাবের জন্য জন্মলগ্নের পরে প্রথম কোনো শিরোপা জয়।

মেসি জুলাইয়ে ক্লাবটিতে যোগ দেয়ার পর থেকে ১৪ ম্যাচে করেছেন ১১ গোল। তবে এর মধ্যে ১০টি গোলই করেছেন লিগ কাপে, আর ১টি গোল এমএলএসে। আর এমএলএসে মাত্র ৬ ম্যাচ খেলে ১ গোল করেই লিগের সেরা নবাগত বর্ষসেরা প্লেয়ারের জন্য সেরা তিন-এ মনোনীত হয়েছেন আলবিসেলেস্তে অধিনায়ক। খবর- গোলডটকম।

লিও ছাড়া বাকি দুজন হলেন আটলান্টা ইউনাইটেডের জিওরগোস গিয়াকোমাকিস এবং সেইন্ট লুইসের এডুয়ার্ড লোয়েন।

আরেকটি মজার বিষয় হচ্ছে, ছয় ম্যাচে এমএলএস নিউকামার মনোনীত হওয়া লিওর ক্লাব লিগে প্লে অফে পর্যন্ত জায়গা করে নিতে পারেনি। ফলে এবারের মৌসুমে লিগে আর খেলা হচ্ছে না আর্জেন্টিনার এই সুপারস্টারের। আগামী চার মাসে ইন্টার মায়ামির হয়ে শুধু দুটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবেন মেসি।

আরও পড়ুন: ফিফা র‍্যাঙ্কিংয়ে সুখবর বাংলাদেশের, শীর্ষেই আছে আর্জেন্টিনা

ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৩/এমএস/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল