Connect with us
ফুটবল

ব্রাজিলের বিপক্ষে খেলা হচ্ছে না মেসির, ছিটকে গিয়ে দিলেন বার্তা

Massi
বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে খেলা হচ্ছে না মেসির

চেটে পড়েছেন লিওনেল মেসি। তাই ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ থেকে ছিটকে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। একই কারণে পাওলো দিবালা, গনসালো মন্তিয়েল ও জিওভানি লো সেলসোকেও ম্যাচ দুটিতে পাচ্ছেন না কোচ লিওনেল স্কালোনি।

মেজর লিগ সকারে সোমবার দুর্দান্ত এক গোল করে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য নিজের ফিটনেস জানিয়ে দেন মেসি। কিন্তু আটলান্টার বিপক্ষে ওই ম্যাচেই চোট পেয়ে জাতীয় দল থেকে ছিটকে যান ফুটবলের মহাতারকা।

ইন্টার মায়ামির হয়ে টানা তিন ম্যাচে বিশ্রামে থাকার পর পুরো ৯০ মিনিট খেলেন ‘৩৮ ছুঁই ছুঁই’ মেসি। তার গোলেই সমতায় ফিরে ম্যাচটি ২-১ গোলে জিতেছিলো ফ্লোরিডার ক্লাবটি। পেশির সমস্যা যেনো আরও খারাপের দিকে মোড় না নেয়, তার জন্য আপাতত মায়ামিতেই থাকবেন আর্জেন্টিনার অধিনায়ক।


আরও পড়ুন:

» বাংলাদেশ দলে হামজার পজিশন কোথায়, বাদ পড়বেন কে?

» ‘তরুণ’ মেসির দুর্দান্ত গোল, পিছিয়ে পড়া ম্যাচ জিতল মায়ামি


মেসিকে নিয়েই গত ২ মার্চ ৩৩ জনের প্রাথমিক দল দিয়েছিলেন কোচ স্কালোনি। সেখান থেকে ২৬ জনের দল চূড়ান্ত করতে চোটের কারণে ফরোয়ার্ড পাওলো দিবালা, ডিফেন্ডার গনসালো মন্তিয়েল ও মিডফিল্ডার জিওভানি লো সেলসোকেও বাদ দিতে হয়েছে।

আগামী শনিবার ভোরে উরুগুয়ের মাঠে খেলে তিন দিন পর ঘরের মাঠে ব্রাজিলের মোকাবেলা করবে বিশ্ব চ্যাম্পিয়নরা। দক্ষিণ আমেরিকার বাছাইয়ে ১২ রাউন্ড শেষে আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে, উরুগুয়ে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে আর ব্রাজিল ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে। সবশেষ ৫ ম্যাচে ২ ম্যাচেই হারতে হয়েছে তাদের। ১ ম্যাচে ছিল ড্র।

দল থেকে অপ্রত্যাশিতভাবে ছিটকে যাওয়ার পর একটা বার্তাও ইন্সটাগ্রামে দিয়েছেন মেসি। সেখানে বলেছেন, আমি দুঃখিত যে জাতীয় দলের হয়ে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে যাচ্ছি। আমি আসলেই খেলতে চেয়েছিলাম কিন্তু একটা ছোট ইনজুরি মানে আমাকে কিছুটা বিশ্রাম নিতেই হবে। তাই আমি থাকতে পারছি না। আমি বাকি সব ভক্তদের মতোই সমর্থন করে যাব। এগিয়ে চলো আর্জেন্টিনা।

ক্রিফোস্পোর্টস/১৮মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল