কাতারে ২০২২ বিশ্বকাপ জয়ের মধ্য ফুটবলের প্রায় সবকিছুই জিতে নিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের আগে তাকে অনেকে সর্বকালের সেরা মানতে নারাজ থাকলেও, এখন অনেকেই মনে করেন এই আর্জেন্টাইন মহাতারকা সর্বকালের সেরা খেলোয়াড়। তবে এটা মানতে নারাজ ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। তিনি মনে করেন মেসি সর্বকালের সেরা নয়, তার যুগের সেরা খেলোয়াড়।
বর্তমানে ফুটবল বিশ্বে সবচেয়ে বেশি বিতর্ক হয় ক্রিস্টিয়ানো রোনালদো ও মেসিকে নিয়ে। তবে মেসি বিশ্বকাপ জয়ের পর তাকেই সবচেয়ে বেশি এগিয়ে রাখেন ফুটবল ভক্তরা। শুধু রোনালদো নয়, পেলে- দিয়েগো মেরাডোনাদের থেকেও মেসিকে এগিয়ে রাখেন অনেকে।
তবে এ নিয়ে দ্বিমত রয়েছে রোনালদিনহোর। মেসির সাবেক এই বার্সেলোনা সতীর্থর মতে মেসির চেয়েও সেরা খেলোয়াড় রয়েছেন। তাই মেসিকে ইতিহাসের সেরা মানতে নারাজ এই ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি।
আরও পড়ুন:
» এবার সাকিবকে দেশে ফেরাতে অবস্থান তার ভক্তদের
» বছরে মেসির দ্বিগুণের বেশি আয় রোনালদোর
» বিশ্বকাপের সেমিতে দুই ডিফেন্ডারকে পাচ্ছে না আর্জেন্টিনা
স্প্যানিশ স্পোর্টস ট্যাবলয়েড মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদিনহো বলেছিলেন, ‘আমি খুব খুশি যে মেসি সবচেয়ে বেশি ব্যালন ডি’অর জিতেছে। যখন আমরা বার্সেলোনায় একসাথে খেলেছি, তখন আমরা অনেক ভালো বন্ধু ছিলাম। তবে আমি তুলনা করা পছন্দ করি না। তাই আমার পক্ষে এটা বলা কঠিন যে সে সর্বকালের সেরা ফুটবলার। তবে পেলে, ম্যারাডোনা, রোনালদোদের (নাজারিও) কথা চিন্তা করলে, মেসিকে আমি কীভাবে ইতিহাসের সেরা বলব? আমার মতে, সে তার যুগের সেরা খেলোয়াড়।’
যদিও রোনালদিনহোর ওই সাক্ষাৎকারটি ছিল ২০২২ বিশ্বকাপেরও আগের। ততদিন মেসি বিশ্বকাপ জেতেননি। পরে কাতার বিশ্বকাপ শিরোপা ঘরে তুলে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মেসি। যে কারণে রোনালদিনহোর ওই দাবিকে কেউ কেউ মানতে নারাজ। যদিও সম্প্রতি মার্কা ঘোষণা করেছে মেসি-ই সর্বকালের সেরা ফুটবলার। এজন্য তাকে শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসেবে ‘মার্কা আমেরিকা অ্যাওয়ার্ড’ দিয়েছে তারা।
মার্কা এই অ্যাওয়ার্ড প্রদানের পর বিখ্যাত ক্রীড়া ম্যাগাজিন ‘স্পোর্টস বাইবেল’ মেসি সম্পর্কে মার্কার পুরোনো সাক্ষাৎকারটি আবারও সামনে এনেছে। তাদের আশা, বিশ্বকাপের পরের মেসিকে হয়তো সেরা মানলেও মানতে পারেন রোনালদিনহো। সরতে পারেন তার নিজের মতামত থেকে। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি।
এদিকে বিভিন্ন ক্রীড়াবোদ্ধাদের মতে, সর্বকালের সেরা আসলে কখনোই বলা যায় না কাউকে। কেননা তাদের ভাষ্য, মেসির পরে কেউ এসে যদি তাকে ছাড়িয়ে যায়, তখন সর্বকালের সেরা পরিবর্তন হয়ে যাবে। এ জন্য সব সময় তার সময়ের সেরা হয়ে থাকে। পেলে যে সময়ে তিনটা বিশ্বকাপ জিতেছে তখন ব্যালন ডি’ অরের প্রচলন ছিল না। তাই তিনিও সেরা তার সময়ের। কিন্তু মেসি যে অতিমানবীয় ফুটবল খেলেছেন, তা গত কয়েক দশকের মধ্যেই সেরা।
ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৪/বিটি