আমেরিকান লিগে নিয়মবহির্ভূত হচ্ছে, ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি না হওয়া। আর এই কাজটি করেই নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন ইউরোপ মাতিয়ে আমেরিকায় আসা ইন্টার মায়ামির নতুন সেনশেসন লিওনেল মেসি।
রেড বুলসের বিপক্ষে ২-০ গোলে জয় পায় ইন্টার মায়ামি। যে ম্যাচে দারুণ এক গোল করে সবার নজর কাড়েন মেসি। কিন্তু ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই চলে যান ড্রেসিংরুমে। সে জন্যই শাস্তি হতে পারে মেসির। যেমনটা জানিয়েছেন এমএলএসের নির্বাহী কোর্টম্যানচে। তবে শাস্তি কেমন হবে, সে ব্যাপারে তিনি পরিষ্কার করে কিছু জানাননি।
এদিকে আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে কয়েক দিনের মধ্যে ছুটিতে চলে যাবেন মেসি। সেপ্টেম্বরে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে, যেখানে আর্জেন্টিনা খেলবে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে। এরই মধ্যে সূচিও চূড়ান্ত হয়ে গেছে।
৮ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ১৩ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ বলিভিয়া। ওই দুই ম্যাচে অংশ নিতে আমেরিকা ছাড়বেন মেসি। প্রথমটি ম্যাচটি হবে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে, দ্বিতীয়টি বলিভিয়ার লাপাজে।
প্যারিস ছেড়ে আমেরিকায় যাওয়ার পর ভালোই চলছে মেসির পারফরম্যান্সের ভেলা। নিয়মিত গোল পাচ্ছেন, সতীর্থদের বল বানিয়ে দিচ্ছেন। পুরোনো দুই বন্ধু জর্দি আলবা এবং সার্জিও বুসকেটসকে পেয়েছেন পাশে। এখন পর্যন্ত মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে ১১ গোল করে ফেলেছেন মেসি, যার সুবাস ছড়িয়ে পড়েছে ইউরোপেও।
আরও পড়ুন : সৌদি প্রো লিগে রোনালদোর ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ক্রিফোস্পোর্টস/২৯আগস্ট২৩/এমএইচ