Connect with us
ফুটবল

বায়ার্ন মিউনিখের সামনে স্বপ্নভঙ্গ মেসি-এমবাপ্পেদের

ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়নশিপে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি। এদিকে এবারের আসরে শিরোপার লড়াইয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরেই অবস্থান করছিল। তবে তারকায় ঠাসা দল গড়লেও এবার চ্যাম্পিয়নস লিগে স্বপ্ন ভঙ্গ হয়েছে প্যারিসিয়ানদের। আর এতে খালি হাতেই বিদায় নিয়েছে লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা।

বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে তাদের কাছে ২-০ গোলে হারল পিএসজি। দুই লেগ মিলে ৩-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে জার্মান জায়ান্টরা। এতে শেষ ১২ আসরের মধ্যে ১১ বারই কোয়ার্টারে নাম লেখালো জার্মান এ ক্লাবটি। একই সঙ্গে ঘরের মাঠে ২৪ ম্যাচ অপরাজিতও থাকল তারা।

বুধবার (৮ মার্চ) রাতে আলিয়াঞ্জ এরিনায় হাইভোল্টেজ ম্যাচে পিএসজির একাদশ থেকে বাদ পড়েছিলেন নেইমার জুনিয়র। তবু ম্যাচের প্রথমার্ধের ৪৫ মিনিটে বায়ার্ন শিবিরে আক্রমণে এগিয়ে ছিল মেসি-এমবাপ্পেরা।

এর কিছু পর জামাল মুসিয়ালার শট রুখে দেয় জিয়াইনলুইজি দোন্নারুম্মা। ভাগ্য ভালো যে বায়ার্ন বিরতির আগ মুহূর্তে অল্পের জন্য রক্ষা পায়। বায়ার্ন গোলকিপার ইয়ান সোমারের ভুলে বল পেয়ে গিয়েছিলেন ভিতিনিয়া। অরক্ষিত জালে ভিতিনিয়ার শট গোললাইন অতিক্রম করতে পারতো যদি না তার আগেই সেটি ক্লিয়ার করতেন মাথিয়াস ডি লিখট।

অপরদিকে বিরতির পরই ঘুরে দাঁড়ায় বায়ার্ন। চুপো মোটিংয়ের শট পিএসজির জালে জড়িয়ে গেলেও অফসাইডের কারণে বাতিল হয়। তবে ৬১তম মিনিটে ওই চুপো মোটিংয়ের গোলেই ম্যাচে এগিয়ে যায় বায়ার্ন।

এরপর ম্যাচের ভাগ্য যখন প্রায় নিশ্চিত হয়ে আসছিল, ঠিক তখনই ৮৯তম মিনিটে কানসেলোর কাছ থেকে থ্রু বল পেয়ে কফিনের শেষ পেরেকটি ঠুকে দেন বদলি হয়ে নামা সার্জ গ্যানাব্রি।

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল