Connect with us
ফুটবল

মায়ামিতে সবাইকে ছাড়িয়ে যেতে মেসির প্রয়োজন ৬ গোল

Messi needs 6 goals to surpass everyone in Miami
লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

গত বছরের জুলাইয়ে ইউরোপ অধ্যায়ে ইতি টানেন লিওনেল মেসি। ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফুটবলের ক্লাব ইন্টার মায়ামিতে। সেখানে যোগ দিয়েই তাদের ইতিহাসের প্রথম শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মেসি। এবার মায়ামির হয়ে আরো একটি রেকর্ডের দ্বারপ্রান্তে এই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা।

আর মাত্র ৬ গোল করলেই মায়ামির সর্বোচ্চ গোলদাতা বনে যাবেন মেসি। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ২৬ ম্যাচ খেলে ২৪টি গোল করেছেন তিনি। বর্তমানে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন এই আর্জেন্টাইন জাদুকর।

বর্তমানে ক্লাবের শীর্ষ গোলদাতা সাবেক আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েইন। ক্লাবটিতে ২ মৌসুম কাটিয়ে ২৯ গোল করেছেন মেসির জাতীয় দলের সাবেক এই সতীর্থ। এছাড়া ২৭ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ইকুয়েডরের লিওনার্দো কাম্পানা।

চলতি মৌসুমে মায়ামির হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে ১৩ গোলের পাশাপাশি ১১ গোলে সহযোগিতা করেছেন তিনি। এমন ফর্ম ধরে রাখলে খুব শীঘ্রই মায়ামির সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন এই কাতার বিশ্বকাপজয়ী তারকা।

আরও পড়ুন: বিশ্বকাপে যে রেকর্ডে সাকিবের ধারে-কাছেও কেউ নেই 

ক্রিফোস্পোর্টস/৩১মে২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল