ফুটবলারের পাশাপাশি নতুন পরিচয়ে হাজির হলেন লিওনেল মেসি। এবার হলিউডে পাড়ি জমালেন এই আর্জেন্টাইন ফরওয়ার্ড। প্রযোজনা সংস্থা খুলেছেন তিনি। সিনেমা থেকে শুরু করে তথ্যচিত্র সব ধরনের বিষয়ে বিনিয়োগ করবে মেসির সংস্থাটি।
মেসির প্রতিষ্ঠিত সংস্থাটির সংস্থাটির নাম
‘৫২৫ রোসারিয়ো’। মেসির জন্মস্থানের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। এই প্রযোজনা সংস্থাটি ‘স্মাগলার এন্টারমেন্ট’ নামে একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। বিশ্বকাপজয়ী এই ফুটবলারের সংস্থাটি জানিয়েছে, টিভির অনুষ্ঠান, সিনেমা, বাণিজ্যিক অনুষ্ঠান এবং ক্রীড়াবিদদের জীবনী তুলে ধরার বিষয়ে কাজ করবে এই সংস্থা।
প্রযোজনা সংস্থাটির সম্পর্কে মেসি বলেন, ‘বরাবরই বিনোদন জগৎ আমার পছন্দের একটা জায়গা। সেটা মাঠেই হোক বা অন্য কোথাও। যে সংস্থা তৈরি করেছি আমি তা নিয়ে অনেক উত্তেজিত। ভবিষ্যৎতে এই সংস্থাকে আরও বড় করে সারা বিশ্বে ছড়িতে দিতে চাই।’
আরও পড়ুন: ওয়ানডে ক্রিকেট ইতিহাসে অনন্য নজির গড়লেন রশিদ খান
মেসির সংস্থাটির যৌথ সংস্থা ‘স্মাগলার এন্টারমেন্ট’ ইতোমধ্যেই মেসি কে নিয়ে দুটি তথ্যচিত্র বানিয়েছে। ‘মেসিস ওয়ার্ল্ড কাপ: দ্য রাইজ় অফ এ লেজেন্ড’ এবং ‘মেসি মিটস্ আমেরিকা’ নামে দু’টি তথ্যচিত্র তৈরি করেছে সংস্থাটি। মেসি নামটাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে যাই সংস্থাটি।
মেসির পরিবারও সংস্থাটির সাথে যুক্ত থাকবে। মানুষকে বিনোদন দেওয়ার পাশাপাশি অনুপ্রেরণা যোগানোই প্রধান লক্ষ্য এই সংস্থার।
ক্রিফোস্পোর্টস/২১সেপ্টেম্বর২৪/এইচআই