প্রায় দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বকে মাতিয়ে রেখেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এবং পর্তুকিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বর্তমান প্রজন্ম নিজেদের সৌভাগ্যবান মনে করতেই পারে, কেননা একইসঙ্গে দুই অন্যতম সেরা ফুটবলারের ফুটবল তারা উপভোগ করতে পারছেন একই সঙ্গে।
রোনালদো এবং মেসি এই দুই মহারথীর দ্বৈরথ ছাপিয়ে গেছে ফুটবল বিশ্বের যেকোনো প্রতিদ্বন্দ্বীতাকে। এই দুই তারকার খেলা ফুটবলপ্রেমীরা সব থেকে বেশি উপভোগ করেছেন তাদের ইউরোপে থাকার সময়কালে। ইউরোপ ছেড়ে দুজন দুই মহাদেশে পাড়ি জমালেও ফুরিয়ে যাননি তারা। এখনো প্রতিনিয়ত ভক্তদের মাঝে তর্কবিতর্কের জন্ম দেয় কে সেরা ফুটবলার এই প্রশ্নে।
কেউ মনে করেন বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি ছাড়িয়ে গেছেন সবাইকে। আবার কারও মতে একজন স্বয়ংসম্পূর্ণ ফুটবলার হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোর ধারে কাছে নেই আর কেউ। তবে ভক্তদের এমন প্রশ্নের কথা মাথায় রেখে সর্বকালের সেরা ৫০ জন ফুটবলারের তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।
ডেইলি মেইলের প্রকাশিত তালিকা অনুযায়ী এই তালিকায় পেলে, ম্যারাডোনা অথবা রোনালদোর মত ফুটবলারদের পেছনে ফেলে সকলের শীর্ষে আছেন লিওনেল মেসি। তবে আশ্চর্যের বিষয় এই তালিকায় শীর্ষ দশম স্থানে জায়গা পেয়েছেন বর্তমানের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। এদিকে ব্রাজিল সমর্থকদের আরেক প্রিয় তারকা নেইমার ঠাই পাননি শীর্ষ ৫০ ফুটবলারে।
এক নজরে ডেইলি মেইলের প্রকাশিত শীর্ষ ফুটবলারের তালিকার প্রথম ১০ জনে :
প্রথম- লিওনেল মেসি
দ্বিতীয়- পেলে
তৃতীয়- দিয়েগো ম্যারাডোনা
চতুর্থ- ইয়োহান ক্রুইফ
পঞ্চম- জিনেদিন জিদান
ষষ্ঠ- ডি স্টেফানো
সপ্তম- রোনালদো নাজারিও
নবম- জিকো
দশম- ক্রিশ্চিয়ানো রোনালদো
আরও পড়ুন: আর্জেন্টাইন ডিফেন্ডারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল ইন্টার মায়ামি
ক্রিফোস্পোর্টস/২৯মার্চ২৪/এফএএস