Connect with us
ফুটবল

মেসি বা আর্জেন্টিনার জার্সিতে ঢোকা যাবে না স্টেডিয়ামে!

messi and his jersey
মেসি এবং তার নিষিদ্ধ জার্সি। ছবি- সংগৃহীত

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং সেই দলের অন্যতম সেরা তারকা ফুটবলার লিওনেল মেসির জার্সি পড়ে স্টেডিয়ামে ঢুকতে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা! এমনটা কখনও সম্ভব? তবে এবার তেমনই এক ঘটনার জন্ম দিয়েছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন। মূলত হোম কন্ডিশনের সুবিধা নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্যারাগুয়ে।

আগামী শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে ঘরের মাঠে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে প্যারাগুয়ে। বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটি তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সেই ম্যাচের আগেই আর্জেন্টিনা ও মেসির জার্সি পরে স্থানীয় দর্শকদের খেলা দেখতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্যারাগুয়ে।

লিওনেল মেসি ফুটবলে এমন এক নাম, যার ভক্ত সমর্থক ছড়িয়ে রয়েছে বিশ্বের সকল প্রান্তে। প্যারাগুয়েতেও তার ব্যাতিক্রম নয়। তাই নিজেদের ম্যাচে প্রতিপক্ষের তারকা ফুটবলার কিংবা তাদের জার্সি পড়ে যাতে কোন স্থানীয় দর্শক স্টেডিয়ামে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

স্থানীয় দর্শকরা কেবল নিজস্ব জার্সি অথবা নিরপেক্ষ জার্সি পরে মাঠে প্রবেশ করতে পারবেন। তবে কোন আর্জেনটাইন নাগরিক বা বাহিরের ফুটবল সমর্থক যদি মেসি কিংবা আর্জেন্টিনার জার্সি পড়ে মাঠে আসেন, তবে তাদের কোন প্রকার বাধা দেয়া হবে না। নিষেধাজ্ঞার বিষয়টি কেবল স্থানীয় সমর্থকদের জন্য আরোপ করেছে প্যারাগুয়ে।

আরও পড়ুন:

» আগামীকাল বাংলাদেশের ফুটবল ম্যাচ, জেনে নিন পরবর্তী ম্যাচের সূচি

» সিরিজ হারের পর আইসিসি থেকে নতুন দুঃসংবাদ পেল বাংলাদেশ

দেশটির ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা এরই মধ্যে স্থানীয় পর্যায়ে সতর্কবার্তা দিয়েছি। স্বাগতিক সমর্থকদের ক্ষেত্রে প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া স্টেডিয়ামে প্রবেশাধিকার থাকবে না। যারা প্রতিপক্ষের জার্সি পরে মাঠে আসবেন, তাদের ঢুকতে দেয়া হবে না।’

এছাড়া প্যারাগুয়ে ফুটবল সংস্থা সরাসরি জানিয়েছে, তারা কোন খেলোয়াড়ের বিরুদ্ধে নয়। সব খেলোয়াড়কে তারা শ্রদ্ধা করে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে হোম অ্যাডভান্টেজ নিতে চায় প্যারাগুয়ে, যা তাদের বেশ প্রয়োজন মনে করে সংস্থাটি। তবে ফুটবলভিত্তিক সংবাদ মাধ্যম ‘গোল ডটকম’সহ একাধিক গণমাধ্যম নিয়মটিকে মেসি বিরোধী হিসেবে আখ্যায়িত করছে।

ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল