ফুটবল বিশ্ব গত এক যুগেরও বেশি সময় ধরে যারা শাসন করেছেন সেই মেসি-রোনালদোকে নিয়ে ভক্তদের মধ্যে তর্ক-বিতর্ক যেন শেষ হওয়ার নয়। কারো কাছে মেসি প্রিয় তো কারো কাছে রোনালদো। বয়সের সাথে এই দুই তারকা ফুটবলারের খেলার ধারও আর আগের মত নেই। এরপরও দু’জনকে ঘিরে ভক্ত-সমর্থকদের পাগলামি যেন চলছেই।
কিছুদিন আগে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের খেলায় মেসিকে ‘রোনালদো’র নাম করে প্রতিপক্ষ সমর্থকদের স্টেডিয়ামের গ্যালারিতে কটূক্তি করতে দেখা যায়। তখন ন্যাশভিলের বিপক্ষে মায়ামির অধিনায়ক মেসি মাঠে খেলছিলেন। সম্প্রতি ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি ঘটেছে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে। ন্যাশভিলের মাঠে সে ম্যাচে ইন্টার মায়ামি তখন ২-০ ব্যবধানে পিছিয়ে আছে। ভিডিওতে দেখা যায়, দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫১ মিনিটের সময় ন্যাশভিলের সমর্থকরা লিও মেসির ফুটবলে দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বী পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম করে তাকে কটূক্তি করতে থাকে।
এরপর এক মিনিটের মধ্যেই প্রতিপক্ষ সমর্থকদের মোক্ষম জবাবের সুযোগ পেয়ে যান মেসি। ম্যাচের ৫২ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের সূক্ষ্ম শটে ন্যাশভিলের জাল কাঁপান লিও। সাথে সাথেই কটূক্তি করা ভক্তরাও চুপ হয়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটি বেশ ছড়িয়ে পড়েছে।
এর আগে সৌদি প্রো লিগে আল নাসর বনাম আল শাবাবের ম্যাচেও একই পরিস্থিতে পড়তে হয়েছিল মেসির দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে। আল শাবাবের মাঠে সে ম্যাচে প্রতিপক্ষ ভক্তরা ‘মেসি মেসি’ বলে বারবার রোনালদোকে কটূক্তি করছিল।
এক পর্যায়ে বিরক্ত হয়ে রোনালদো কটূক্তিকারীদের প্রতি বাজে অঙ্গভঙ্গি দেখান। ফলে হারতে বসা ম্যাচ ৩-২ ব্যবধানে জিতলেও সৌদির ফুটবল ফেডারেশনের দেয়া শাস্তির মুখে পড়তে হয় রোনালদোকে। লিগে এক ম্যাচ নিষিদ্ধ হন তিনি। পরে রোনালদো তার ভুল থেকে শিক্ষা নেয়ার প্রতিশ্রুতি দেন।
কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগে ২-২ গোলে ড্র করে মেসির ইন্টার মায়ামি। ঘরের মাঠে দ্বিতীয় লেগে মেসি-সুয়ারাজের রসায়নে ম্যাচটি ৩-১ এ জিতে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছে দলটি। এ ম্যাচেও মেসিকে প্রতিপক্ষরা লক্ষ্যবস্তুতে পরিণত করেন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে হালকা চোটে পড়ায় মাঠ ছাড়তে বাধ্য হন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। আগামী শনিবার এমএলএসে মেসির দল ইন্টার মায়ামির প্রতিপক্ষ ডিসি ইউনাইটেড।
আরও পড়ুন: চ্যাম্পিয়নস লিগের শেষ আটে কার প্রতিপক্ষ কে?
ক্রিফোস্পোর্টস/১৫মার্চ২৪/এমএস/এমটি