মেসিকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছিল মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামি। এরপর দলের সঙ্গে একে একে যুক্ত হতে থাকে বড় নাম। বার্সেলোনায় কাটানো মেসির সোনালী সময়ের পুনরাবৃত্তি ঘটাতে ইন্টার মায়ামিতে অন্তর্ভুক্তি হতে থাকে বার্সার পুরনো সতীর্থদের। সেই তালিকায় সার্জিও বুস্কেটস এবং জর্দি আলবার সাথে যুক্ত হলো লুইস সুয়ারেজের নাম।
বার্সেলোনায় মেসি, সুয়ারেজ, আলবা ও বুস্কেটস দীর্ঘদিন খেলেছেন একসাথে। একত্রে তারা বার্সেলোনার হয়ে পাঁচ বছরে জিতেছিল চারটি লা লিগার ট্রফি। তাদের কেন্দ্র করে বার্সেলোনার প্রাপ্ত সেই সাফল্য গুলো ফিরিয়ে আনার লক্ষ্যে এবার ইন্টার মায়ামিতে ঘটানো হলো পুরনো বন্ধুদের পুনর্মিলন।
আগামী ২০২৪ মৌসুম থেকে লুইস সুয়ারেজ মেসির সঙ্গে ইন্টার মায়ামির আক্রমণ ভাগে খেলবেন। এর আগে বার্সেলোনা ছাড়ার পর সুয়ারেজ কিছু দিন খেলেছিলেন আতলেতিকো মাদ্রিদে। তারপর যোগ দিয়েছিলেন ব্রাজিলের গ্রেমিয়োতে। সেখান থেকে এক মৌসুম বাদেই যোগ দিলেন এই আমেরিকান ক্লাবে।
এক বিবৃতিতে সুয়ারেজ বলেন, ‘ইন্টার মায়ামির সাথে এই নতুন চ্যালেঞ্জে যুক্ত হতে পেরে আমি খুব খুশি এবং উত্তেজিত। আমি এই দুর্দান্ত ক্লাবের সঙ্গে আরও শিরোপা জয়ের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে কাজ করতে প্রস্তুত।’
আরও পড়ুন: ইন্টার মায়ামিতে ফের এক হচ্ছেন মেসি-সুয়ারেজ
ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২৩/এসএফ/এমটি