লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া বর্তমান ফুটবল বিশ্ব কেউ কল্পনা করতে পারবেন? উত্তরটি সবার জানা—তবুও অনেকে ভেবেছিলেন ইউরোপ ছেড়ে গেলে এই দুই মহাতারকার প্রভাব কিছুটা কমে যাবে। কিন্তু সব প্রেডিকশন ভুল প্রমাণ করে তারা বুঝিয়ে দিয়েছেন বাঘের রাজত্ব সর্বত্রই।
ইউরোপীয় ফুটবলে রাজত্ব ছেড়ে মেসি-রোনালদো পাড়ি দেন ভূ-পৃষ্ঠের দুই গোলার্ধে। ২০২৩ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় বলে দিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন রোনালদো। একই বছরের জুনে মার্কিন সকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন লিও। এরপর অনেকেই ভেবেছেন ফুটবলের বড় পুরস্কারগুলোতে হয়তো তারা আর জায়গা পাবেন না।
এর শক্ত জবাব ছিল ফিফা দ্য বেস্ট এর তালিকা। এবার ফুটবলারদের ভোটে ফিফপ্রোর বর্ষসেরা একাদশের তালিকায় স্থান পেয়েছেন মেসি-রোনালদো। এছাড়া বিশ্ব ফুটবলের আরও অনেক তারকারাই এতে স্থান পেয়েছেন।
আরও পড়ুন :
» বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকার বিরুদ্ধে প্রাক্তনের মামলা
» কেন ব্যাটিংয়ে নামেননি মুমিনুল, আজ কি খেলবেন?
» রাতে মাঠে নামছে ব্রাজিল, সরাসরি দেখবেন যেভাবে
ফিফপ্রো-২০২৪ এর বিশ্ব একাদশের শর্ট লিস্টে আছেন ২৬ জন ফুটবলার। যার মধ্যে মেসি-রোনালদো ছাড়া সবাই ইউরোপের ফুটবলে খেলছেন।
‘ফিফপ্রো বিশ্ব একাদশ’ নির্বাচনে—সংক্ষিপ্ত তালিকা
গোলরক্ষক : এদেরসন, এমিলিয়ানো মার্তিনেজ, ম্যানুয়াল নয়্যার।
ডিফেন্ডার : দানি কারভাহাল, রুবেন দিয়াজ, ভার্জিল ফন ডাইক, জেরেমি ফ্রিমপং, আন্তোনিও রুডিগার, উইলিয়াম সালিবা, কাইল ওয়াকার।
মিডফিল্ডার : জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইনা, ফিল ফোডেন, টনি ক্রুস, লুকা মদরিচ, জামাল মুসিয়ালা, রদ্রি, ফেদেরিকো ভালভের্দে।
ফরোয়ার্ড : আর্লিং হলান্ড, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, কোল পালমার, ক্রিস্টিয়ানো রোনালদো, ভিনিসিয়ুস, জুনিয়র, লামিনে ইয়ামাল।
যেভাবে নির্বাচিত হবে বিশ্ব একাদশ
বিশ্বের পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। সংগঠনটি প্রতি বছর সেরা ফুটবলারদের নিয়ে বিশ্ব একাদশ গঠন করে। যেখানে নির্বাচনের প্রক্রিয়া বেশ স্বচ্ছ— ‘ফিফপ্রো বিশ্ব একাদশ’ নির্বাচনে ভোট দেন ফুটবলাররাই। ভোট গণনার পর সংক্ষিপ্ত তালিকা করা হয়। পজিশন অনুযায়ী সবচেয়ে বেশি ভোট পাওয়া ফুটবলারদের নিয়ে চূড়ান্ত তালিকা করা হয়।
সম্মানজনক এই বিশ্ব একাদশ ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানের সময় ঘোষণা করা হয়। বিশ্ব সেরা একাদশে সর্বোচ্চ ১৭ বার স্থান করে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এছাড়া পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো সেরা একাদশে ১৫ বার জায়গা পেয়েছেন।
ক্রিফোস্পোর্টস/৩ডিসেম্বর২০২৪/এসএ