Connect with us
ফুটবল

রিয়াদে আজ দেখা হচ্ছে না মেসি-রোনালদোর দৈরথ

Messi and Ronaldo
লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি- সংগৃহীত

সময়ের দুই সেরা তারকা ফুটবলার নিঃসন্দেহে মেসি এবং রোনালদো। গোটা ফুটবল বিশ্ব মুখিয়ে থাকে এই দুই মহারথীর দ্বৈরথ দেখতে। তবে ইউরোপ ছেড়ে মেসি-রোনালদো এখন পাড়ি জমিয়েছেন ভিন্ন দুই মহাদেশে। তাই সচরাচর তাদের মুখোমুখি দেখার সুযোগ থাকে না ভক্ত সমর্থকদের কাছে।

মেসি-রোনালদোর ফুটবল লড়াই দেখতে তাই অপেক্ষা করতে হয় কোনো প্রীতি ম্যাচ বা বিশ্ব আসরের। আর তাই ভক্তদের জন্য সেই সুযোগই করে দিয়েছিল তাদের ক্লাব গুলো। রিয়াদ সিজন কাপে আজ রাতে মাঠে নামার কথা ছিল এই দুই সুপারস্টারের। তবে ম্যাচের আগে ভক্তদের চূড়ান্ত দুঃসংবাদ দিলেন আল-নাসর কোচ লুইস কাস্ত্রো।

আল-নাসরের জার্সিতে মেসির ইন্টার মায়ামির সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা নিয়ে আগেই ছিল শঙ্কা। চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে আছেন এই পর্তুগিজ সুপারস্টার। একই কারণে চীনের সফরও স্থগিত করেছিলেন তিনি। এবার লুইস কাস্ত্রো নিশ্চিত করলেন আজ রাতে দেখা হচ্ছে না মেসি-রোনালদোর দৈরথ।

আগে থেকেই পায়ের পেশির চোটে ভুগছেন রোনালদো। পর্তুগীজ তারকার এই চোট নিয়ে আল-নাসর কোচ লুইস কাস্ত্রো জানিয়েছেন, ‘দলে যোগ দেওয়ার আগে চোট পুনর্বাসনের শেষ ধাপে আছে রোনালদো। সে দলীয় অনুশীলনে ফিরতে পারবে কিনা সেটি আগামী কিছুদিনে জানা যাবে। তবে আগামীকালের ম্যাচে সে থাকছে না।’

পহেলা ফেব্রুয়ারি রিয়াদ সিজন কাপে ইন্টার মায়ামি বনাম আল-নাসরের ম্যাচ ঘোষণার পর থেকেই ফুটবল প্রেমীদের আগ্রহের কেন্দ্র বিন্দুতে ছিল মেসি-রোনালদোর এই ম্যাচ। তবে এই ম্যাচে রোনালদোর অনুপস্থিতি নিঃসন্দেহে ভক্তদের জন্য বড় দুঃসংবাদ। কারণ এর পর আবার কবে প্রিয় দুই তারকাকে মুখোমুখি দেখা যাবে তা বলা যায় না।

এই ম্যাচের আবেদন কতটা ছিল, তা বোঝা যায় আল অ্যারাবিয়া টিকিট সার্চ ইঞ্জিন সিটপিকডটকমের সূত্র অনুযায়ী ম্যাচ টিকিটের মূল্য দেখলেই। সর্বনিম্ন ২০০ মার্কিন ডলার বা প্রায় ২২ হাজার টাকা খরচ করে টিকিট ক্রয় করেছিল ফুটবল প্রেমীরা। প্লাটিনাম ক্যাটাগরির আসনের মূল্য উঠেছিল ১১ হাজার ২১৪ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকার বেশি।

রোনালদো না থাকলেও আজ রাত ১২ টায় ইন্টার মায়ামির বিপক্ষে মাঠে নামবে আল-নাসর। সৌদি ক্লাব গুলোর নিজেদের সক্ষমতা জানান দেয়ার সুযোগ থাকছে এখানে। গেল ২৯ জানুয়ারি রাতে আরেক সৌদি ক্লাব আল-হিলালের মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। যেখানে শেষ পর্যন্ত ৪-৩ গোলে হেরেছিল মেসির ইন্টার মায়ামি।

আরও পড়ুন: লিভারপুলের কাছে অসহায়ভাবে হারলো চেলসি

ক্রিফোস্পোর্টস/১ফেব্রুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল