ক্যারিয়ারের শেষদিকে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। লম্বা সময় ইউরোপ মাতানো এই তারকা এখন খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) ইন্টার মায়ামির জার্সিতে। হয়ত আরো কয়েক বছর খেলা চালিয়ে যাবেন তিনি। তবে বল পায়ে সেই আগের মেসিকে হয়ত পুনরায় আর দেখা যাবে না।
ইউরোপে বার্সেলোনার জার্সিতে খেলাকালীন মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। লম্বা সময় শীর্ষের দিকে জায়গা ধরে রেখেছিলেন এই দুই মহাতারকা। তবে দুজনেই এখন খেলছেন ইউরোপের বাইরে। আর তাদের জায়গায় আগমন ঘটেছে নতুন প্রজন্মের ফুটবলারদের।
বর্তমান প্রজন্মে বেশ কয়েকজন তরুণ ফুটবলারের আগমন ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন বার্সেলোনা ও স্পেনের উদীয়মান ফুটবলার লামিন ইয়ামাল। মাত্র ১৭ বছর বয়সেই বিশ্ব ফুটবলে নিজের জাত চিনিয়েছেন এই ফরোয়ার্ড। এই বয়সেই তাকে মেসির সঙ্গে তুলনা করে থাকেন অনেকে।
আরও পড়ুন:
» পুলিশের হাতে ধরা পড়লেন সাকিবের দলের মালিক!
» অবসরে পাকিস্তানি তারকা ইমাদ ওয়াসিম, কেমন ছিল তার ক্যারিয়ার?
এবার তাদের সঙ্গে তাল মেলালেন মেসি নিজেও। এই বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ামালের মাঝে নিজেকে দেখতে পান। তিনি মনে করেন বর্তমান প্রজন্মের সেরা খেলোয়াড়ও এই ১৭ বছর বয়সী বিষ্ময়বালক।
সম্প্রতি ফুটবল নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসের এক অনুষ্ঠানে ইয়ায়ালকে নিয়ে মেসি বলেন, ‘তরুণ ফুটবলারদের দারুণ একটি প্রজন্ম উঠে এসেছে। আমি শুনেছি ভবিষ্যতের সেরা হিসেবে অনেকেই লামিন ইয়ামালকে বেছে নিয়েছে। কোনো সন্দেহ নেই আমিও তা–ই নেব, আমি একমত।’
তিনি আরও বলেন, ‘তবে এটা তার ওপর নির্ভর এবং আরও অনেক কিছু ওপর নির্ভর করবে। কারণ ফুটবল এমনই। তবে সে বর্তমান সময়ের সেরা এবং তার সামনে দারুণ ভবিষ্যৎ রয়েছে।’
মেসির মতো ইয়ামালও বার্সেলোনার লা মাসিয়া একাডেমি থেকে মূল দলে জায়গা করে নিয়েছেন। বার্সেলোনার জার্সিতে অভিষেকের পর থেকেই ধারাবাহিকভাবে পারফর্ম করছেন তিনি। ২০২৪ সালে ‘গোল্ডেন বয়’ পুরস্কারও জিতেছেন এই ফুটবলার।
ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৪/বিটি