Connect with us
ফুটবল

ইনজুরি থেকে ফিরেই নতুন রেকর্ড গড়লেন মেসি

লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

গেল কোপা আমেরিকা জয়ের রাতে ফাইনালেই ইনজুরিতে পড়েছিলেন লিওনেল মেসি। চোটের কারণে লম্বা সময় মাঠের ফুটবলে দেখা যায়নি এই আর্জেন্টাইন তারকাকে। গতকাল রাতে ইন্টার মায়ামের জার্সিতে এমএলএস লিগ দিয়ে মাঠে ফিরেছেন মেসি। নিজের প্রত্যাবর্তন রাঙিয়েছেন জয় দিয়ে; সাথে গড়েছেন নতুন রেকর্ড।

দীর্ঘদিন পর মাঠে ফিরেই দেখিয়েছেন চমক। জোড়া গোল ও এক অ্যাসিস্টে দলকে এনে দিয়েছেন জয়। মেজর লিগ সকারে ফিলাডেলফিয়াকে মায়ামি হারিয়েছে ৩-১ গোলে। আর জয়ের রাতে মায়ামির হয়ে এক রেকর্ড গড়েছেন তিনি। এমএলএস ইতিহাসের দ্রুততম ১৫ গোল ও ১৫ অ্যাসিস্টের রেকর্ড নিজের করে নিয়েছেন এই আর্জেন্টাইন তারকা।

এই মাইলফলক স্পর্শের রেকর্ড এর আগে সবশেষ ছিল সেবাস্তিয়ান জিওভিনকোর দখলে। ১৫ গোল ও ১৫ অ্যাসিস্ট করতে এই ইতালীয় ফুটবলারের লেগেছিল ২৯ ম্যাচ। এদিকে জিওভিনকোর এই রেকর্ড ছিনিয়ে নিতে লিওনেল মেসি খেলেছেন তার থেকে ১০ ম্যাচ কম। অর্থাৎ এমএলএসে মাত্র ১৯ ম্যাচ খেলেই নতুন এই রেকর্ড গড়েছেন মেসি।

ফিলাডেলফিয়ার বিপক্ষে এই ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ার পর মেসির হাত ধরে ফিরে আসে ইন্টার মায়ামি। প্রথমার্ধেই ৫ মিনিটের ব্যবধানের জোড়া গোল করেন তিনি। শেষ দিকে করেছেন আরও একটি গোল করতে সহায়তা। পারফরম্যান্স দেখিয়ে পেয়েছেন আইকনিক অফ দ্য ম্যাচের পুরস্কার। 

ম্যাচের ২৬তম মিনিটে প্রথম গোলে দলকে সমতা এনে দেন আর্জেন্টাইন তারকা। ডি বক্সের বাইরে বল পেয়ে একজন ডিফেন্ডারকে পাশ কাটিয়ে দারুন শটে বল জালে জড়ান মেসি। এর পরেই নিজের দ্বিতীয় গোলে দলকে লিড এনে দেন তিনি।

বক্সের মধ্যে সতীর্থের বাড়ানো বল পেয়ে দারুন ফিনিশিংয়ে জালে জড়ান বল। এদিকে ম্যাচের যোগ করা সময়ে আরও একটি গোল পায় মায়ামি। এই গোলেও জড়িয়ে আছে লিওনেল মেসির নাম। বক্সের মধ্যে তার বাড়িয়ে দেওয়া বল থেকেই গোল করেন লুইস সুয়ারেজ।

আরও পড়ুন: ভিনি-এমবাপ্পের পেনাল্টি গোলে রিয়াল মাদ্রিদের জয়

ক্রিফোস্পোর্টস/১৫সেপ্টেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল