আগেই ইউরোপ থেকে বিদায় নিয়ে ছোট বেলার ক্লাব ন্যাসিওনালে যোগ দিয়েছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ন্যাসিওনাল থেকে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে যোগ দিয়ে বেশ সুখের সময়ই পার করছিলেন বার্সেলোনার সাবেক এই তারকা। গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল গ্রেমিও ছেড়ে মায়ামিতে যোগ দিবেন সুয়ারেজ। এবার সেই গুঞ্জনই সত্যি হচ্ছে।
মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামিতে ১ বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন লুইস সুয়ারেজ। ফ্রি এজেন্ট হিসাবেই মায়ামিতে যোগ দিচ্ছেন সাবেক এই বার্সেলোনা তারকা। দল-বদলের বিশ্বস্ত ইতালিয়ান সাংবাদিক ফ্র্যাব্রিজিও রোমানো এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
সুয়ারেজের সাথে গ্রেমিওর চুক্তি ছিল ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত। কিন্তু আকস্মিক কারণে সেই চুক্তি থেকে সরে এসেছেন তিনি। বিখ্যাত স্প্যানিশ গণমাধ্যম মার্কাও এর আগে সংবাদ ছাপিয়েছিল, ২০২৩ সালের ডিসেম্বর মাসেই নাকি ক্লাব ছেড়ে যাবেন এই স্ট্রাইকার। পুরনো বন্ধু মেসির সাথে আবারো এক ক্লাবে খেলার আগ্রহ থেকেই নাকি সুয়ারেজের এমন সিদ্ধান্ত। তবে শেষ পর্যন্ত তা ই সত্যি হতে যাচ্ছে।
মায়ামির হয়ে মেসি ছাড়াও খেলেন আরও দুই সাবেক বার্সা তারকা- সার্জিও বুস্কেটস ও জর্ডি আলবা। বার্সেলোনায় ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত এই তিন জনের সঙ্গে খেলেছেন সুয়ারেজ। এবার যুক্তরাষ্ট্রে ফের এক হবেন সাবেক এই বার্সা তারকারা।
আরও পড়ুন: শীর্ষে থেকেই বছর শেষ করল আর্জেন্টিনা, আরও নীচে নামলো ব্রাজিল
ক্রিফোস্পোর্টস/২২ডিসেম্বর২৩/এমটি