আর্জেন্টিনার জার্সিতে অবসরের সময়টা আগেই জানিয়ে রেখেছিলেন আনহেল ডি মারিয়া। ২০২৪ কোপা আমেরিকা খেলেই বিদায় জানিয়ে দেবেন এই বিশ্বকাপজয়ী তারকা। তার বিদায়ের সময়ও ঘনিয়ে এসেছে। আগামীকাল আকাশী-নীলদের জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলবেন রাইট-উইং ধরে খেলা এই ফুটবলার।
কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ শক্তিশালী কলম্বিয়া। আগামীকাল (সোমবার) ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামে এই ম্যাচেই বিদায় নেবেন ডি মারিয়া। আর্জেন্টিনার হয়ে এই তারকার বিদায়কে স্মরণীয় করে রাখতে চান তার প্রিয় বন্ধু লিওনেল মেসি। বিদায়ী ম্যাচে ডি মারিয়াকে শিরোপা উপহার দিতে চান আর্জেন্টাইন দলপতি।
ডি মারিয়ার বিদায় প্রসঙ্গে দেশের একটি সংবাদমাধ্যমে মেসি বলেছেন, ‘ডি মারিয়া তার বিদায়ের সিদ্ধান্ত আগেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল। ওর সতীর্থ হিসেবে আমি দারুণ উপভোগ করেছি। ও যেন জয়ের আনন্দ নিয়ে বিদায় নিতে পারে, সেই লক্ষ্য নিয়েই ফাইনালে খেলতে নামব।’
আরও পড়ুন:
» ফাইনালের আগে দলের সবাইকে নিয়ে যে বার্তা দিলেন মেসি
» ইউরোপ-আমেরিকায় ফুটবল বসন্ত, পাঠকের ভোটে এগিয়ে আর্জেন্টিনা-স্পেন
» সুব্যক্তিত্ব ফুটিয়ে তুললেন দ্রাবিড়, বোনাসের অতিরিক্ত অর্থ নিতে নারাজ
ফাইনালে মেসিরা এমন কিছু করতে চান যাতে ডি মারিয়ার বিদায়কে স্মরণীয় হয়ে থাকে, ডি মারিয়া খুবই স্পর্শকাতর একজন ফুটবলার। ম্যাচে জয় হোক বা পরাজয়, মাঠে এবং মাঠের বাইরে তার আবেগ বারবারই আমার মন ছুঁয়ে গেছে। আর্জেন্টিনার জার্সিতে ওর শেষ মুহূর্ত স্মরণীয় করে রাখতে চাই।’
২০২১ সালে কোপার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর কোনো প্রতিযোগিতায় শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে জয়সূচক গোলটি করেন ডি মারিয়া। এবার সেই কোপার মঞ্চ থেকেই বিদায় নিচ্ছেন এই তারকা। ফাইনালের বড় মঞ্চে তার ক্ল্যাসিক্যাল পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছে ভক্ত-সমর্থকেরা।
ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৪/বিটি