গত জুয়াইয়ে কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়ে মাঠে ছাড়েন লিওনেল মেসি। তবে একমাসের বেশি সময় পেরিয়ে গেলেও মাঠে ফেরা হয়নি মেসির। তিনি কবে নাগাদ ফিরতে পারেন সেটাও অনিশ্চিত। তাই আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে আর্জেন্টিনার।
সোমবার (১৯ আগস্ট) বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। যেখানে মেসি ছাড়াও বাদ পড়েছেন বিশ্বকাপজয়ী মার্কোস আকুইনা। এছাড়া পাওলো দিবালা এবং ফ্রাঙ্কো আরমানিরও জায়গা হয়নি লিওনেল স্কালোনির দলে।
প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনে। বর্তমানে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়েই খেলছেন এই ২১ বছর বয়সী ফুটবলার। সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার জার্সিতে একটি গোলও করেছিলেন গিলিয়ানো।
আরও পড়ুন:
» শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আবেগপ্রবণ হয়ে যা বললেন হাথুরুসিংহে
» অবসরের পর কোচ হতে পারেন রোনালদো: লুই সাহা
বিশ্বকাপ বাছাইয়ের দুই আসন্ন দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি ও কলম্বিয়া। আগামী ৬ সেপ্টেম্বর চিলি ও ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার মুখোমুখি হবে তারা। দুটো ম্যাচই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা দল:
এমিলিয়ানো মার্টিনেজ, জেরোমিনো রুল্লি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, নিকোলাস ওতামেন্ডি, জার্মান পেজেল্লা, লিওনার্দো বেলার্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ত্যাগলিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো, লিয়ান্দ্রো পারদেস, গুইদো রদ্রিগেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভান্নি লো চেলসো, এক্সিকুয়েল ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, নিকোলাস গঞ্জালেস, আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুলে, জিওলিয়ানো সিমিওনে, ভ্যালেন্টিন কারবোনি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্টিনেজ, ভ্যালেন্টিন ক্যাস্তেলানোস।
ক্রিফোস্পোর্টস/১৯আগস্ট২৪/বিটি