Connect with us
ফুটবল

কাল মাঠে নামছে মেসি, ম্যাচ ঘিরে হইচই

অভিষেক ম্যাচে মিয়ামিকে জয় উপহার দিলেন মেসি
মিয়ামিতে লিওনেল মেসি। ছবি- গুগল

যুক্তরাষ্ট্রের লিগস কাপের শেষ ষোলোয় আগামীকাল সোমবার মাঠে নামবে মেসির নেতৃত্বাধীন ইন্টার মায়ামি। রাউন্ড অব সিক্সটিনের এই ম্যাচে মেসিদের প্রতিপক্ষ এফসি ডালাস। ইতোমধ্যেই ম্যাচটি ঘিড়ে হইচই শুরু হয়ে গিয়েছে যুক্ত্ররাষ্ট্রে। ১৮ মিনিটেই শেষ হয়ে গিয়েছিলো এই ম্যাচের সকল টিকেট।

সোমবার (৭ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় ডালাসের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকেও মায়ামির জার্সিতে মেসির খেলা উপভোগ করার সুযোগ রয়েছে। বাংলাদেশসহ বিশ্বের যে কোন দেশ থেকে মায়ামির ম্যাচ দেখা যাবে অ্যাপল টিভির সাবস্ক্রিপশনের মাধ্যমে । ফক্স স্পোর্টসের মাধ্যমেও দেখা যাবে ম্যাচটি।

লিগস কাপে টানা তৃতীয় জয়ে শেষ ষোলোয় এখন মেসির দল ইন্টার মায়ামি। শেষ তিন ম্যাচের প্রতিটি ম্যাচেই গোল করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

এদিকে, ৩৬ বছর বয়সী তারকার এমন দুর্দান্ত অভিষেক দেখে ভয় না পেয়ে উলটো মেসিকেই সাবধান করে দিলেন শেষ ষোলোর প্রতিপক্ষ এফসি ডালাসের কোচ নিকোলাস এস্তেভেজ। ডিস্পোর্টস রেডিওকে স্প্যানিশ কোচ বলেছেন, ‘মেজর লিগ সকারে মেসির ইতিহাস লেখার পথে আমরা ভিলেন হওয়ার চেষ্টা করব।’

অবশ্য, মেসির প্রশংসাও করেছেন তিনি। তিনি আরও বলেন, ‘সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর আগমনে যে এমএলএসের সবকিছু বদলে গেছে, সেটিও আমি মানি। পেপ গার্দিওলা আগেই পরিষ্কার করে দিয়েছে, যে দলে মেসি থাকবে, সে দলই সব সময় ফেবারিট। মেসির আগমনে সবকিছু বদলে গেছে।’

মায়ামির জার্সিতে এটাই হতে যাচ্ছে তার প্রথম অ্যাওয়ে ম্যাচ। গত তিন ম্যাচে ঘরের মাঠে তার গোল সংখ্যা ৫টি। এই ম্যাচেও তার কাছ থেকে দুর্দান্ত কিছু গোলের অপেক্ষায় তার ভক্ত-সমর্থকরা।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টারে নেদারল্যান্ড

ক্রিফোস্পোর্টস/৬আগস্ট২৩/এমএইচ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল