সর্বশেষ কোপা আমেরিকাতেই আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ দেখেছিলেন অনেকেই। ধারণা করা হচ্ছিল, কোপা আমেরিকা দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যাবেন এই আর্জেন্টাইন মহাতারকা। তবে অবসরের বিষয়ে এখনো কোনো ইঙ্গিত দেননি তিনি। তাছাড়া পরবর্তী ২০২৬ ফুটবল বিশ্বকাপেও তার খেলা নিয়ে সম্ভাবনা জেগেছে।
চলতি বছরের জুনে ৩৭ বছরে পা রেখেছেন মেসি। আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপে ৩৯ বছরে পা রাখবেন এলএমটেন। তবে ৩৯ বছর বয়সেও তিনি বিশ্বকাপে খেলতে পারবেন কি না সেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। কারণ এ বয়সে খেলার জন্য ফিটনেস ধরে রাখা অনেকটাই কঠিন।
গত কোপা আমেরিকাই চোটে পড়ে অনেকদিনের জন্য মাঠের বাইরে চলে যান মেসি। চোট থেকে ফিরে গত ১১ অক্টোবর আর্জেন্টিনার জার্সিতে প্রথম ম্যাচটি খেলেন মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে সে ম্যাচে কোনো গোলের দেখা না পেলেও পরবর্তী ম্যাচেই চিরচেনা রূপে ফিরেছেন এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।
আরও পড়ুন:
» ভারতে বৃষ্টি যেন পিছুই ছাড়ছে না নিউজিল্যান্ডের!
» দেড়শ বছরের ইতিহাসে মেসির নতুন মাইলফলক
বুধবার (১৬ অক্টোবর) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। এ ম্যাচে ৩ গোল করে আন্তর্জাতিক ক্যারিয়ারের দশম হ্যাটট্রিক তুলে নেন মেসি। পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেন তিনি। ম্যাচটি ৬-০ গোলে জিতে নেয় আলবিসেলেস্তেরা।
ম্যাচশেষে মেসিকে ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে প্রশ্ন করা হয়। তবে এ নিয়ে কোনো সুস্পষ্ট জবাব দেননি তিনি। আপাতত ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না এই মহাতারকা।
মেসি বলেন, ‘আমি আর কতদিন খেলা চালিয়ে যাবো তা নিয়ে কোনো তারিখ বা সীমা নির্ধারণ করিনি। এখন যেভাবে খেলছি, অনেক উপভোগ করছি। আগের চেয়ে আরো বেশি ভালোবাসা পাচ্ছি। এ ম্যাচগুলোই আমার শেষ কিছু ম্যাচ হতে পারে।’
ক্রিফোস্পোর্টস/১৬অক্টোবর২৪/বিটি