বৈরী আবহাওয়ার কারণে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের নবম ম্যাচ নিয়ে দুশ্চিন্তায় ছিল আর্জেন্টিনা। হারিকেন মিলটনের প্রভাবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ ভেন্যুতে পৌঁছানো সম্ভব ছিল না আলবিসিলেস্তেদের। তবে শেষ মুহূর্তে সকল জটিলতা কাটিয়ে আজ সকালে ভেনেজুয়েলায় পৌঁছেছে আর্জেন্টিনা।
এদিকে আগের দিনই সুখবর দিয়ে রেখেছিল আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি জানিয়েছেন ম্যাচ খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত দলের অন্যতম তারকা ফুটবলার লিওনেল মেসি। চোট কাটিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফুটবলে ফিরতে যাচ্ছেন তিনি। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে মাঠে নামবেন তিনি।
এর আগে গত কোপা আমেরিকার ফাইনালে চটে পড়ে দল থেকে ছিটকে গিয়েছিলেন লিওনেল মেসি। এরপর বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ মিস করেছেন এই তারকা ফুটবলার। প্রায় ৩ মাস পর জাতীয় দলের হয়ে মাঠ মাতাতে প্রস্তুত এই তারকা ফুটবলার।
এর মাঝে চোট কাটিয়ে ফিরে মায়ামির হয়ে মাঠে ফিরে ফিরেছেন মেসি। স্কালোনি বলেন, ‘বিশ্বকাপ বাছাইয়ের গত ম্যাচে মেসিকে দলে রাখিনি, কারণ আমরা মনে করছিলাম তার খেলায় ফিরতে আরও কিছুটা সময় প্রয়োজন। তবে এর মাঝে সে একাধিক ম্যাচ খেলেছে। এখন মেসি জাতীয় দলে ফেরার জন্য সম্পূর্ণ ফিট এবং প্রস্তুত আছেন বলে মনে করছি।’
এদিকে হারিকেন মিলটনের শঙ্কা কাটিয়ে নিরাপদেই ভেনেজুয়েলায় পৌঁছেছে আর্জেন্টিনা। গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় কলম্বিয়ার উদ্দেশ্যে যাত্রা করে এবং আনুমানিক সকাল ৭টায় ব্রানকুইলা শহরে পৌঁছে। সেখান থেকে ভিন্ন ফ্লাইটে সকাল ১০টা নাগাদ ভেনেজুয়েলায় উপস্থিত হয় মেসি ও তার দল।
আরও পড়ুন:
» রুটের দুটি রেকর্ডের সাক্ষী হলো মুলতান টেস্ট
» উইন্ডিজকে হারিয়ে সেমির আশা টিকিয়ে রাখতে চায় বাংলাদেশ
অর্থাৎ বিশ্বকাপ বাছাই ম্যাচ শুরু হওয়ার কিছু ঘন্টা পূর্বে ভেন্যুতে পৌঁছেছে আর্জেন্টিনা দল। এতে করে ম্যাচ বাতিল হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে। যদি তা হতো তবে পয়েন্ট হারাতে পারতো মেসির দল। এদিকে লাতিন আমেরিকা ফুটবলের বাছাই পর্বের পয়েন্ট তালিকায় ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।
যেভাবে দেখবেন আর্জেন্টিনার খেলা :
আজ বৃহস্পতিবার রাত ৩ টায় বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশের কোন সম্প্রচারকারী টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে না এই ম্যাচ। তবে Sportzfy অ্যাপে সরাসরি দেখা যাবে আর্জেন্টিনার খেলা। এছাড়াও অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম ইয়ালা শট, ফুবোটিভি, ফ্যান কোডসহ বিভিন্ন জায়গায় দেখা যাবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৪/এফএএস