Connect with us
ফুটবল

নিজের শরীরে ক্যামেরা লাগিয়ে মাঠের খেলা দেখাবেন মেসি

Messi will put a camera on his body to show the field game
লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ভক্তদের জন্য থাকছে দারুণ সুখবর। এবার ঘরে বসেই মাঠে মেসির প্রতিটি মুভমেন্ট সরাসরি এবং আরো কাছ থেকে দেখতে পারবে সবাই। এমনই এক চমক নিয়ে হাজির হয়েছে মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ।

ইন্টার মায়ামির ম্যাচে বুকে একটি ক্যামেরা লাগিয়ে মাঠে নামবেন মেসি। যা টিকটক লাইভস্ট্রিমের মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে। এতে মেসির গতিবিধি, গোল, অ্যাসিস্ট, গোল উদযাপন তার নিজের চোখেই দেখতে পারবে দর্শকরা।

ফুটবল ইতিহাসে প্রথমবার ঘটতে যাচ্ছে এমন ঘটনা। যেখানে শুধু একজন খেলোয়াড়ের মাঠের গতিবিধি সরাসরি দেখানো হবে। এর আগে ফুটবলে বেঞ্চ ক্যাম দেখা গেছে, যেখানে কোচ ও বেঞ্চে থাকা খেলোয়াড়দের প্রতিক্রিয়া রেকর্ড করা হয়। তবে সেটা আলাদাভাবে কোথাও সরাসরি সম্প্রচার হয় না।

আরও পড়ুন:

» নারী সাফ : সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ যে দল

» শুধু স্পিনারদের বল করিয়ে বিরল নজির পাকিস্তানের

» গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে এগিয়ে কারা?

মেসির মুভমেন্টের লাইভ স্ট্রিম এমএলএস ও ইন্টার মায়ামির টিকটক চ্যানেলে দেখা যাবে। এটা ‘প্লেয়ার স্পটলাইট’ স্ট্রিম নামে পরিচিত। তবে মেসির লাইভ স্ট্রিম সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মেসি ক্যাম’ নামেও পরিচিত। ম্যাচ শুরুর পাঁচ মিনিট আগে লাইভে যাবে ‘প্লেয়ার স্পটলাইট’।

অবশ্য এর আগে ২০২৩ ইউএস ওপেন কাপে শুধু মেসির দিকে ফোকাস রাখার জন্য একটি আলাদা ক্যামেরা রাখা হয়েছিল। এবার ‘প্লেয়ার স্পটলাইট’ এর মাধ্যমে মেসি মাঠে খেলার সময় কী দেখেন তা দেখতে পারবেন দর্শকরা।

ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল