কোপা আমেরিকার সেমিফাইনালে আজ কানাডাকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এতে করে টানা দ্বিতীয় ও শেষ আট মৌসুমে ষষ্ঠ বারের মতো টুর্নামেন্টের ফাইনালে নাম লেখালো আর্জেন্টিনা। যেদিন দলের হয়ে গোল পেয়েছেন লিওনেল মেসি। আর এতেই রেকর্ডের খাতায় নিজের নাম লিখিয়েছেন এই আর্জেন্টাইন সুপারস্টার।
আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েছেন মেসি। ইরানের ফুটবলার আলী দাঈয়ের সঙ্গে যৌথভাবে ১০৮ গোল করে সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন তিনি। আর একটি গোল করলেই একক ভাবে এই তালিকার দ্বিতীয় অবস্থানে থাকবেন মেসি। অবশ্য এই কীর্তি গড়তে মেসির খেলতে হয়েছে ১৮৫ আন্তর্জাতিক ম্যাচ। যার বিপরীতে আলী দাঈ খেলেছেন ১৪৮ ম্যাচ।
আর্জেন্টাইন এই ফুটবলারের সামনে এখন আছেন কেবল পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। যেখানে জাতীয় দলের জার্সিতে ২১২ ম্যাচ খেলে রোনালদো করেছেন সর্বোচ্চ ১৩০ গোল। এছাড়া আজ সেমিতে গোল করার মধ্য দিয়ে ব্রাজিলের জিজিনিয়োর পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৬টি ভিন্ন কোপার আসরে গোল পেয়েছেন এই আর্জেন্টাইন বরপুত্র।
কানাডার বিপক্ষে এই গোলের মধ্য দিয়ে মেসি ৩৮টি ভিন্ন দেশের বিপক্ষে গোল করেছেন। আর প্রতিযোগিতামূলক ফুটবলে গোল পেয়েছেন ২১ টি ভিন্ন দেশের বিপক্ষে। এছাড়া কোপা আমেরিকায় তার গোল এখন পর্যন্ত ১৪। আরেকটি গোল করলে এই টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে দ্বিতীয় অবস্থানে উঠে আসবেন মেসি।
এদিন ম্যাচের প্রথমার্ধে আলভারেজের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতি থেকে ফিরেই দলের ব্যবধান বাড়ান আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। অবশ্য এই গোলে অবদান বেশি এনজো ফার্নান্দেজের। বক্সের মধ্যে জটলা তার নেয়া শটে হাল্কা পা লাগিয়ে দিক পরিবর্তন করে দেন মেসি। আর এতে করে চলতি আসরের প্রথম গোল পেয়ে যান তিনি।
আরও পড়ুন: মেসি-আলভারেজের গোলে সবার আগে ফাইনালে আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৪/এফএএস