Connect with us
ফুটবল

মেসির দেহরক্ষীর মাঠে প্রবেশে বিধিনিষেধ

Lionel Messi's bodyguard
লিওনেল মেসি ও দেহরক্ষী ইয়াসিন। ছবি- গুগল

মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে প্রায়ই দেখা যেত, কেউ না কেউ লিওনেল মেসির কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, আর তাকে আটকাতে দ্রুত ছুটছেন ইয়াসিন চেউকো। তবে, এমন দৃশ্য আর দেখা যাবে না, কারণ ম্যাচ চলাকালীন মাঠের ধারে তার উপস্থিতির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মেসি যুক্তরাষ্ট্রের ফুটবলে নতুন এক যুগের সূচনা করেন। তার জনপ্রিয়তার উত্থানের সঙ্গে সঙ্গে নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পায়। সে কারণেই, ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে ইয়াসিন চেউকো সবসময় তার পাশে থাকেন। কিন্তু এখন থেকে তাকে শুধুমাত্র মাঠের বাইরে দায়িত্ব পালন করতে হবে।

এক ভিডিও বার্তায় ইয়াসিন জানান, আমাকে আর মাঠের ধারে থাকতে দেওয়া হবে না।


আরও পড়ুন

» শ্বাসরুদ্ধকর ম্যাচে নাটকীয় ড্র, ফাইনালে রিয়াল মাদ্রিদ

» এসএসসি পরীক্ষার বদলে লঙ্কা সফর বেছে নিলেন তামিম


একই সঙ্গে তিনি বলেন, আমি ইউরোপে সাত বছর ধরে লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগে কাজ করেছি, সেখানে মাত্র ছয়জন দর্শক মাঠে ঢুকেছিল। অথচ, যুক্তরাষ্ট্রে আসার পর গত ২০ মাসে ১৬ জন মাঠে প্রবেশ করেছেন।

Lionel Messi's bodyguard and fan

সাবেক এই সৈনিক আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, এখানে বড় সমস্যা রয়েছে, কিন্তু আমি কোনো সমস্যা নই। আমাকে লিওকে সাহায্য করতে দিন… আমি এমএলএস ও কনকাকাফকে ভালোবাসি, তবে আমাদের যৌথভাবে কাজ করতে হবে। ইউরোপে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেটি কাজে লাগানো দরকার।

এখন থেকে এমএলএস ও কনকাচ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে মেসির ব্যক্তিগত দেহরক্ষী মাঠের সাইডলাইনে থাকতে পারবেন না। ইন্টার মায়ামির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও মেসির নিরাপত্তা নিশ্চিত করা হবে।

ক্রিফোস্পোর্টস/২এপ্রিল২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল