পর্দা নামল ফুটবল মহারণের। ফুটবলের রাজার মাথাতেই গেল মুকুট। অবসান হলো দীর্ঘ দিনের অপেক্ষার। ৩৬ বছর পর ফ্রান্সকে হারিয়ে কাতার বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা। শিরোপা জয়ের পর কাতারেই ছাদখোলা বাসে ভক্তদের সঙ্গে ট্রফি নিয়ে আনন্দ উল্লাসে মাতলেন মেসিরা।
এদিকে মহারণে চরম নাটকীয় ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে নিজেদের তৃতীয় শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা।
আরও পড়ুন: প্লেয়ার্স বায়োগ্রাফি: মাশরাফি বিন মর্তুজা
অপরদিকে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপনে লুসাইলে লাখো সমর্থক ভিড় করেন। মেসিদের সামনে থেকে দেখতে রাস্তার দুপাশে অপেক্ষা করেন ভক্তরা। এদিন আর্জেন্টিনার শিরোপা জয়ে পুরো কাতার জুড়ে উৎসব ছড়িয়ে পড়ে। এ যেন একটুকরো আর্জেন্টিনা।
ক্রিফোস্পোর্টস/১৯ডিসেম্বর২২/এসএ