শেষ বার কোপা আমেরিকার ফাইনালে মাঠে দেখা গিয়েছিল লিওনেল মেসিকে। সেবার ইনজুরির কারণে পুরো ম্যাচ তিনি থাকতে পারেননি মাঠে। তবে দলের জয়ে শিরোপা উল্লাসে মেতেছিলেন মেসি। কিন্তু তখনই ধারণা করা হচ্ছিল, চোট বেশ গুরুতর এই আর্জেন্টাইন তারকার। কেননা অ্যাঙ্কেলের ইনজুরিতে ঠিক মতো হাটা চলা করতে পারছিলেন না তিনি। এবার তার শারীরিক অবস্থার কথা জানালেন তার ক্লাব কোচ টাটা মার্টিনো।
মেজর লিগ সকারে মেসির দল ইন্টার মায়ামির কোচ জানিয়েছেন, মেসির ইনজুরির অবস্থা আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে। তবে মাঠে খেলা বা অনুশীলনের জন্যে এখনো পুরোপুরি ফিট হয়ে ওঠেননি তিনি। মেসি মাঠে ফিরতে মুখিয়ে আছে বলে জানান টাটা মার্টিনো। তবে কবে নাগাদ মাঠে ফিরতে পারেন এই তারকা ফুটবলার তা খুব শীঘ্রই জানা যাবে বলে মনে করেন তিনি।
বর্তমানে নিজ বাড়িতেই ফিজিওকে সঙ্গে নিয়ে ইনডোর অনুশীলন করছেন মেসি। তবে ইনজুরির কারণে ইন্টার মায়ামির হয়ে আসন্ন লিগস কাপ খেলছেন না এই তারকা ফুটবলার সেটা নিশ্চিত করেছে তার ক্লাব। এদিকে দল গঠন নিয়েও নিজের দুশ্চিন্তার কোথা জানিয়েছেন ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো। মূলত কোপা আমেরিকায় একাধিক ফুটবলারের ইনজুরি ও প্যারিস অলিম্পিকে অংশ নেয়ায় দলের অসংখ্য খেলোয়াড় পাবেন না তিনি।
টাটা মার্তিনো বলেন, ‘লিও এখন তার নিজ বাড়িতে কাইনিসিওলজিস্টকে সাথে নিয়ে ইনজুরি কাটিয়ে তুলতে কাজ করছে। সে নিজ বাড়ির ইনডোরে প্র্যাক্টিস করছে। কবে নাগাদ সে মাঠে ফিরতে পারে তা শীঘ্রই বলতে পারব বলে মনে করছি। আগের থেকে তার পায়ের অবস্থা এখন বেশ ভালো। আপনি কল্পনাও করতে পারবেন না মাঠের বাইরে সে কেমন অনুভব করছে। মাঠে ফিরতে মুখিয়ে আছে লিও। প্রতিদিনই লড়াই করে যাচ্ছে। তবে আপাতত সময়ের উপর ছেড়ে দিতে হবে সব।’
লিওনেল মেসির মতো দলের আরেক তারকা লুইস সুয়ারেজও আছেন ইনজুরিতে। এছাড়া একাধিক ফুটবলার অলিম্পিকে খেলতে যাওয়ায় পূর্ণ শক্তির দল পাচ্ছেন না মায়ামি কোচ, ‘কোপা আমেরিকায় ইনজুরিতে পড়া ও অলিম্পিকে খেলতে যাওয়া ফুটবলারদের একটি তালিকা তৈরি করেছি। আপাতত দল ভালো অবস্থানে আছে। তবে আগস্টে আমরা পূর্ণ দল পাচ্ছি না। এমনকি লিগস কাপেও পূর্ণ শক্তির স্কোয়াড পাবো না। তাই আমাদের তখন চিন্তায় পড়তে হতে পারে দল নিয়ে।’
আরও পড়ুন: পাকিস্তানকে টেস্টে হারাতে জাতীয় দলকে সুজনের পরামর্শ
ক্রিফোস্পোর্টস/২৮জুলাই২৪/এফএএস