দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। আর ফিরেই দেখিয়েছেন চমক। প্রতিপক্ষকে স্তব্ধ করে করেছেন জোড়া গোল, সাথে আছে একটি অ্যাসিস্ট। মেজর লিগ সকারে ম্যাচ জিতিয়েছেন ইন্টার মায়ামিকে। ফুটবলে নিজের প্রত্যাবর্তন ঘটালেন মেসি দারুন সব উদযাপনে।
আজ রাতে এমএলএস লিগে ফিলাডেলফিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল মায়ামি। গেল কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়ে ছিটকে যাওয়ার পর আজ এই ম্যাচ দিয়েই মাঠে ফিরেছেন আর্জেন্টাইন তারকা মেসি। প্রতিপক্ষকে ৩-১ গোলে হারিয়ে নিজের ফেরার ম্যাচ রাঙিয়েছেন জয় দিয়ে।
এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ফিলাডেলফিয়া। ড্যানিশ ফুটবলার মাইকেল উহরের গোলে লিড পায় তারা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ডি বক্সের বাইরে থেকে আচমকা নেওয়া শটে পড়াস্ত করেন মায়ামির গোলরক্ষককে। যদিও ম্যাচের সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি মেসির দল।
এদিন বল দখলে খুব একটা সক্ষমতা দেখাতে না পারলেও বল পেয়েই আচমকা আক্রমণে উঠে দারুন সব সুযোগ তৈরি করে নেয় ফিলাডেলফিয়া। তবে লিওনেল মেসির পায়ের জাদুতে ম্যাচের ফলাফল ধরে রাখতে সক্ষম হয়নি তারা। ম্যাচের ২৬তম মিনিটেই দলকে সমতা এনে দেন আর্জেন্টাইন তারকা।
ডি বক্সের বাইরে বল পেয়ে একজন ডিফেন্ডারকে পাশ কাটিয়ে দারুন শটে প্রতিপক্ষ গোরক্ষককে পরাস্ত করেন মেসি। এর পাঁচ মিনিট বাদেই নিজের জোড়া গোল সম্পন্ন করেন এই তারকা ফুটবলার। বক্সের মধ্যে সতীর্থের বাড়ানো বল দারুন ফিনিশিংয়ে জালে জড়ান তিনি।
এদিকে ম্যাচে ফেরার একাধিক চেষ্টা চালিয়েও গোলের দেখা পায়নি ফিলাডেলফিয়া। উল্টো ম্যাচের যোগ করা সময়ে আরও একটি গোল হজম করে বসে তারা। এই গোলেও জড়িয়ে আছে লিওনেল মেসির নাম। বক্সের মধ্যে তার বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন লুইস সুয়ারেজ।
আরও পড়ুন: যেসব রেকর্ডের সামনে বাংলাদেশ-ভারত সিরিজ
ক্রিফোস্পোর্টস/১৫সেপ্টেম্বর২৪/এফএএস