Connect with us
ফুটবল

বার্সার ১২৫তম জন্মদিনে মেসির আবেগঘন বার্তা

Leo Messi
বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

ছোটবেলা থেকে ফুটবলের নেশা ছিল লিওনেল মেসির। আর মেসির সেই আগ্রহকে কাজে লাগিয়ে তাঁকে ফুটবলের মহাতারকা তৈরির পেছনে বড় ভূমিকা রয়েছে বার্সেলোনার। সেই ১৩ বছর থেকেই বার্সেলোনার সঙ্গে গড়ে ওঠে মেসির আত্মিক সম্পর্ক। তাই তিনি যেদিন বার্সা ছাড়েন, সেদিন অঝোরে অশ্রু ঝরিয়েছিলেন। যা বার্সার প্রতি মেসির আবেগ ও ভালোবাসাকে ফুটিয়ে তোলে।

বার্সার সঙ্গে পথচলায় মেসি যেমন বার্সাকে দিয়েছেন অনেক কিছু, তেমনি বার্সাও তাঁকে দিয়েছে দু হাত ভরে। মেসি তাঁর ক্যারিয়ারে জিতেছেন ৮ টি ব্যালন ডি’অর যার ৭টিই বার্সাতে খেলার সময় তিনি অর্জন করেছেন। এছাড়াও মেসি বার্সার হয়ে জিতেছেন ৪টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। সবমিলিয়ে বার্সার হয়ে মোট ৩৪টি মেজর শিরোপা জিতেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

আজ শনিবার ৩০ নভেম্বর (স্থানীয় সময় ২৯ নভেম্বর) বার্সার ১২৫তম জন্মদিন। সেই ১৮৯৯ সালের ২৯ নভেম্বরে জন্ম হয়েছিলো স্প্যানিশ এই ক্লাবটির। যেখানে শৈশব থেকেই জড়িয়ে রয়েছেন তিনি। মেসির স্মৃতিময় শৈশব কেটেছে এই কাতালান ক্লাবটিতে।মাত্র ১৩ বছর বয়স থেকেই বার্সার সঙ্গে পথচলা শুরু হয় তার। সেজন্য তিন বছর আগে বার্সা ছাড়লেও বার্সাকে নিয়ে তাঁর ভালোবাসার কমতি নাই একবিন্দুও।

আরও পড়ুন:

» প্রথম কিউই ক্রিকেটার হিসেবে উইলিয়ামসনের অনন্য রেকর্ড

» রোনালদোর জোড়া গোল, কী বলছে চলতি বছরের পরিসংখ্যান? 

বার্সেলোনার ১২৫তম জন্মদিন উপলক্ষ্যে ‘দি ক্যাট’ নামক অনলাইন গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘বার্সা আমার শৈশবের ক্লাব। এখানেই আমার বেড়ে ওঠা। সেজন্য বার্সা আমার কাছে স্পেশাল।’

মেসি আরও বলেন, ‘বার্সাকে আমি ভীষণ ভালোবাসি। বার্সাকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য ছিল গর্বের বিষয়। আমি চাই বার্সা অনেকদূর এগিয়ে যাক। সবসময়ই সাফল্যের ধারা বজায় রাখুক এবং নিজেদের ঐতিহ্যকে উজ্জ্বল করে তুলুক।’

মেসির শৈশবের কথা জানতে চাইলে মেসি বলেন, ‘আমি মাত্র ১৩ বছর বয়স থেকেই লা মাসিয়াতে বড় হয়েছি। সেখানেই বার্সার সঙ্গে আমার সম্পর্ক গড়ে উঠেছে। ক্লাবটি আমাকে একজন ভালো মানুষ এবং একজন বড় খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে ব্যাপক ভূমিকা রেখেছে।’

এসময় তিনি আরও বলেন, ‘আমি স্রষ্টার কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে এখানে এনেছেন এবং বার্সার হয়ে খেলার সুযোগ করে দিয়েছেন। বার্সা আমার জীবনের ক্লাব। তাই ক্লাবটিকে আমি ভীষণ ভালোবাসি। আমি এখনও বার্সাকে অন্তরে ধারণ করি এবং খুব মিস করি ক্লাবটিকে’।

উল্লেখ্য, ২০২১ সালে বার্সার সঙ্গে সম্পর্কের ইতি টানেন লিওনেল মেসি। এরপর পিএসজিতে এক মৌসুম কাটিয়ে বর্তমানে খেলছেন আমেরিকার মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির হয়ে। যদিও এখনও বার্সার প্রতি মেসির ভালোবাসা একবিন্দুও কমেনি।

ক্রিফোস্পোর্টস/৩০নভেম্বর২৪/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল