Connect with us
ফুটবল

ইন্টার মায়ামির কোচ হচ্ছেন মেসির সাবেক সতীর্থ

Messi's former teammate to become Inter Miami coach
আর্জেন্টিনার জার্সিতে মেসি ও মাশ্চেরানো। ছবি- সংগৃহীত

দুদিন আগেই ইন্টার মায়ামির আর্জেন্টাইন কোচ জেরার্দো টাটা মার্টিনো পদত্যাগ করেছেন। এরপর থেকেই নতুন কোচ নিয়ে চলছে নানা গুঞ্জন। সেই গুঞ্জনে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদান, বার্সেলোনা সাবেক কোচ জাভি হার্নাদেজের নামও ছিল। তবে শেষ পর্যন্ত আরেক আর্জেন্টাইনকে কোচ বানাতে যাচ্ছে ইন্টার মায়ামি।

মেজর লিগ সকারের ক্লাবটির নতুন কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সাবেক আর্জেন্টাইন তারকা ও লিওনেল মেসির বন্ধু ও সতীর্থ হ্যাভিয়ের মাশ্চেরানো। ট্রান্সফার মার্কেটের সবচেয়ে বিশ্বস্ত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এই তথ্যটি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ফ্যাব্রিজিও জানিয়েছেন, ‘হ্যাভিয়ের মাশ্চেরানো ইন্টার মায়ামির কোচ হতে রাজি হয়েছেন। তিন বছরের চুক্তিতে ক্লাবটিতে যোগ দেবেন তিনি।’

আরও পড়ুন:

» আইপিএলে ১৩ ক্রিকেটারের নাম পাঠাল বিসিবি

» টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা 

২০২০ সালে সব ধরনের ফুটবলকে বিদায় জানান মাশ্চেরানো। এরপর কোচিং পেশায় যুক্ত হন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ২০২১ সালে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচ হিসেবে নিয়োগ পান তিনি। সর্বশেষ ২০২৪ অলিম্পিকে আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মাশ্চেরানো।

মাশ্চেরানো আর্জেন্টিনার পাশাপাশি বার্সেলোনার জার্সিতে মেসির সঙ্গে অনেক বছর খেলেছেন। বর্তমানে ইন্টার মায়ামিতে মেসিসহ লুইস সুয়ারেজ, জর্দি আলভা, সার্জিও বুসকেটসের মতো সাবেক বার্সা তারকারা খেলছেন। সেখানে মাশ্চেরানোকে নিয়ে দলটির কেমেস্ট্রি বেশ জমে উঠবে।

এদিকে চুক্তির এক বছর সময় বাকি থাকা সত্ত্বেও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন জেরার্দো মার্টিনো। তার অধীনে ইতিহাসের প্রথম শিরোপা ঘরে তুলেছিল ক্লাবটি। ২০২৩ সালে লিগস কাপের পর চলতি মৌসুমে তার অধীনে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে সাপোর্টারস শিল্ড জিতেছে মেসি-সুয়ারেজরা।

ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল