Connect with us
ফুটবল

ফাইনালে উঠতে কঠিন সমীকরণের সামনে মেসির ইন্টার মায়ামি

Inter Miami
ইন্টার মায়ামি। ছবি- সংগৃহীত

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ফাইনালে জায়গা করে নিতে কঠিন পথ পাড়ি দিতে হবে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে। সেমিফাইনালের প্রথম লেগে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের কাছে ২-০ গোলে হেরে বড় চাপে পড়েছে হ্যাভিয়ের মাশ্চেরানোর দল।

এখন নিজেদের মাঠে দ্বিতীয় লেগে ইন্টার মায়ামিকে প্রায় রূপকথার মতো প্রত্যাবর্তন করতে হবে। কারণ, অ্যাওয়ে গোলের নিয়মে ভ্যাঙ্কুভার যদি একটি গোলও করে, তাহলে ফাইনালে যেতে মায়ামিকে অন্তত চারটি গোল করতে হবে। কোয়ার্টার ফাইনালে লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে প্রথম লেগে হারলেও দ্বিতীয় লেগে দুর্দান্তভাবে ফিরে এসেছিল মায়ামি। তবে এবারের চ্যালেঞ্জ আরও কঠিন।

অন্যদিকে, আরেক সেমিফাইনালে মেক্সিকোর দুই বড় ক্লাব ক্রুজ আজুল ও টাইগ্রেস ১-১ গোলে ড্র করেছে, ফলে নিশ্চিতভাবেই একজন মেক্সিকান ক্লাব ফাইনালে খেলবে।


আরও পড়ুন

»পাঁচ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারিয়ে শিরোপা জিতলো বার্সেলোনা

»গ্লোবাল সুপার লিগের দল গোছানো শুরু করেছে রংপুর রাইডার্স


উল্লেখ্য, গত শুক্রবার (২৫ এপ্রিল) ভোরে কানাডার বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল ইন্টার মায়ামির হাতে। মাঝমাঠে মেসি, ফেদেরিকো রেদোন্ডো, তাদেও অ্যালেন্দে এবং মার্সেলো ওয়েইগান্দের সমন্বয় ছিল গোছানো। তবে গোলের দেখা পায়নি তারা। উল্টো প্রতি আক্রমণে ভয় ধরিয়েছে এমএলএস ওয়েস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস।

২৪তম মিনিটে ব্রায়ান হোয়াইটের হেড থেকে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর উত্তেজনা তৈরি হয়, যখন মেসির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ভ্যাঙ্কুভারের আন্দ্রেস কুবাস। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, মেসিকে প্রকাশ্যে রাগ দেখাতেও দেখা যায়।

দ্বিতীয়ার্ধেও ইন্টার মায়ামি বলের দখলে আধিপত্য বজায় রাখলেও গোলের দেখা পায়নি। উল্টো ৮৫তম মিনিটে সেবাস্টিয়ান বারহাল্টারের গোলে ব্যবধান দ্বিগুণ করে ভ্যাঙ্কুভার, মায়ামির ফাইনালে ওঠার পথ আরও কঠিন করে তোলে।

এখন প্রশ্ন একটাই— মেসির নেতৃত্বে ইন্টার মায়ামি কি পারবে কাঙ্ক্ষিত ফাইনালের টিকিট নিশ্চিত করতে? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহ।
ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৫/এসএ/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল