এক বছর আগে আজকের এই দিনে দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা জেতান লিওনেল মেসিরা। আজ (১৮ ডিসেম্বর) আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের এক বছর পূর্ণ হল। এই স্মরণীয় দিনটি নিয়ে একটি বার্তা দিয়েছেন লিওনেল মেসি।
বিশ্বকাপ জয়ের এক বছর পূর্তিতে মেসি তার অফিসিয়াল ফেসবুক একাউন্টে শিরোপাসহ কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর পাগলামির ১ বছর। অবিস্মরণীয় স্মৃতি যা সারাজীবন থাকবে। সবাইকে শুভ বর্ষপূর্তি !!!’
বিশ্ব ফুটবলে খুব কম ফুটবলারই রয়েছেন যারা সবকিছু অর্জন করছেন। যারা অর্জন করেছেন তাদের মধ্যে মেসি একজন। তবে গত বছরের ১৮ ডিসেম্বরর আগেও এই অর্জনের তালিকায় ছিলেন না এই ফুটবল জাদুকর।
ফুটবলে সব অর্জন করলেও আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ শিরোপা জেতা হয়নি মেসির। ২০১৪ সালে শিরোপার খুব কাছে গিয়েও শিরোপা ছোয়া হয়নি তার। তার জন্য অনেক সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়েছে মেসিকে।
২০১৮ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। ফলে অনেকে ধরেই নিয়েছিল মেসির হয়ত আর বিশ্বকাপ জেতা হবেনা। কাতার বিশ্বকাপটাও সোদি আরবের সাথে হেরে শুরু করেছিল আর্জেন্টিনা। ফলে তীব্র সমালোচনার মুখে পড়েছিল মেসিসহ তার দল।
তবে মেসি সব সমালোচনার জবাব দেন এক বছর আগে আজকের এই দিনে। কাতার বিশ্বকাপের শুরুটা হার দিয়ে করলেও শেষটা করেন শিরোপা জয় করেই। ফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচে ফ্রান্সকে টাই ব্রেকারে হারিয়ে দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপ জয়ের আক্ষেপ মেটান মেসিবাহিনীরা। লিওনেল মেসিও আর্জেন্টিনার হয়ে জিতে নেন নিজের প্রথম বিশ্বকাপ শিরোপা যা তার ফুটবল ক্যারিয়ারে পূর্নতা দান করে।
আরও পড়ুন: ইউসিএল ড্র: ম্যান সিটি-রিয়াল মাদ্রিদ যাদের বিপক্ষে খেলবে
ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২৩/এমটি