২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো লিওনেল মেসির বয়স এখন ৩৬ বছর চলছে। আর্জেন্টিনার জার্সিতে মেসি আর কতদিন মাঠ দাপিয়ে বেড়াবেন তারও সদুত্তর পাওয়া যায়নি। ২০২৬ বিশ্বকাপে মেসিকে দেখা যাবে কি না সেটাও অজানা, ক্ষুদে জাদুকর নিজেও তা খোলাসা করে এখনো জানাননি। আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি অবশ্য একাধিকবার বলেছেন, মেসি যত দিন ফিট থাকবেন ততদিন জাতীয় দলে তার জায়গা পাকা।
তবে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, মেসির অবসরের পর আর কেউ তার ১০ নম্বর জার্সি গায়ে চড়াক তারা সেটা চায় না। তাই মেসি অবসর নিলে তার জার্সি নম্বরকেও অবসরে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন এএফএ বস ক্লদিও তাপিয়া।
তাপিয়া বলেন, ‘মেসির অবসরের পর আর কোন ফুটবলারকে ১০ নম্বর জার্সি গায়ে চড়াতে দেয়া হবে না। মেসির সম্মানের জন্য এটা আমরা করতে চাই। তার সম্মানার্থে ১০ নম্বর জার্সিটি আজীবনের জন্য অবসরে পাঠানো হবে। আমরা মেসির জন্য অন্তত এতটুকু সম্মান তো দেখাতেই পারি।’
আর্জেন্টিনায় অবশ্য ১০ নম্বর জার্সি অবসরে পাঠানোর ঘটনা নতুন কিছু না। এর আগে ১৯৮৬ বিশ্বকাপ জেতানোয় ডিয়েগো ম্যারাডোনার ১০ নম্বর জার্সিকেও অবসরে পাঠানের পরিকল্পনা করেছিল দেশটির ফুটবল এসোসিয়েশন৷ ২০০২ বিশ্বকাপের আগে এএফএ প্রধান এই ঘোষণা দিয়েছিলেন কিন্তু সে সময়কার ফিফার নিয়মের কারণে তা আর সম্ভব হয়নি। ফিফার নিয়ম হলো, তাদের টুর্নামেন্ট বা তাদের আয়োজিত যে কোন ম্যাচে দলগুলোর ফুটবলারদের ১ থেকে ২৩ নম্বর পর্যন্ত জার্সি পড়তেই হবে।
আরও পড়ুন: বিশ্বকাপ ফুটবলে কে কতবার কাপ নিয়েছে? চ্যাম্পিয়নদের তালিকা
ক্রিফোস্পোর্টস/০১জানুয়ারি২৪/এমএস/এমটি