Connect with us
প্লেয়ার্স বায়োগ্রাফি

মেসির সই করা সেই ন্যাপকিন বিক্রি, কত দাম উঠল?

Messi Napkin
মেসির সই করা সেই ন্যাপকিন বিক্রি, দাম ছাড়ালো ১১ কোটি

লিওনেল মেসি। নামটাই যেন এক ব্র্যান্ড। আর তার প্রথম জীবনের কোনো কিছু সামনে আসা মানেই ভক্তদের ভিন্ন উচ্ছ্বাস। তাই তো মেসির স্ কিরা ২৪ বছর আগের একটা ন্যাপকিনও ঝড় তুলেছে সারাবিশ্বে। নিলামে ওঠার পর ওই ন্যাপকিনের দাম হয়েছে আকাশচুম্বী।

২০০৫ সালে আর্জেন্টাইন জাতীয় ফুটবল দলে অভিষিক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে আলো ছড়াচ্ছেন এই ফুটবল জাদুকর। মেসি মানে মানুষের আগ্রহের নাম। তাইতো ২৪ বছর আগে মেসির সই করা ন্যাপকিন এখন নিলামে।

Image

২৪ বছরের পুরোনো মেসির সই করা সেই ন্যাপকিন বিক্রি হলো বিশাল দামে। টাকার অঙ্ক দেখলে মাথা ঘুরে পড়েও যেতে পারেন আপনি।

মাত্র ১৩ বছর বয়সে স্প্যানিশ ক্লাব বার্সলোনায় যোগ দিয়েছিলেন লিওলেন মেসি। তবে তিনি কাগজে চুক্তিবদ্ধ হওয়ার জন্য সই না করে, ওই করেছিলেন একটি ন্যাপকিনে। নিলামে বিক্রি হয়ে গেল বার্সার সাবেক ফুটবলারের সই করা সেই ঐতিহাসিক ন্যাপকিন।

সাধারণ এই ন্যাপকিন খাওয়ার শেষে হাত মুছে বিনা চিন্তাভাবনায় ফেলে দেই সবাই। তবে সেটা যদি মেসির সইকৃত ন্যাপকিন হয় তাহলে মানুষের আগ্রহ বাড়াবেই। নিলামকারী প্রতিষ্ঠান বোনহামস জানিয়েছে, শুক্রবার ন্যাপকিনটি নিলামে ৯ লাখ ৬৫ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ২৯ লাখ টাকা) বিক্রি হয়েছে। নিলামে ন্যাপকিন পেপারের ভিত্তিমূল্য ছিল মাত্র ৩ লাখ ডলার।

Image

কেন এই সাধারণ ন্যাপকিন এত জনপ্রিয় ?
মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় চুক্তিবদ্ধ হয়েছিলেন এই আর্জেন্টাইন তারকা ফুটবলার । চুক্তিবদ্ধ হওয়ার পূর্বে তার বাবা জর্জের সঙ্গে একটি হোটেলে আলোচনায় বসেছিলেন বার্সেলোনার তৎকালীন স্পোর্টিং ডিরেক্টর কার্লেস রেক্সাচ। মেসির প্রতিভাকে বুঝতে পেরে রেক্সাচ কোন তড়িঘড়ি না করে মেসিকে দলে ভেড়ানোর জন্য অতিষ্ঠ হয়ে পড়েছিল। কিন্তু মেসিকে চুক্তিবদ্ধ করার জন্য কোন কাগজপত্র প্রস্তুত করা ছিল না তখন। এই কিংবদন্তি ফুটবলারকে রেক্সাচ কোনভাবেই হাতছাড়া করতে চাচ্ছিল না। তাই বাধ্য হয়ে এই ফরওয়ার্ডকে ন্যাপকিনে সই করায় বার্সার তৎকালীন স্পোর্টিং ডিরেক্টর রেক্সাচ। আজ সেই ন্যাপকিনের জন্যই বিশাল আয়োজন!

আরও পড়ুন: সেই গাম্ভীরকে কোচ বানানোর প্রস্তাব ভারতীয় বোর্ডের

ক্রিফোস্পোর্টস/১৮মে২৪/এইচআই/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in প্লেয়ার্স বায়োগ্রাফি