Connect with us
ফুটবল

ম্যানসিটিকে বিদায় দিলেন মেসির সতীর্থ আলভারেস, গেলেন কোথায়?

ম্যানসিটিকে বিদায় বলে অ্যাটলেটিকোয় গেলেন মেসির সতীর্থ আলভারেস

ইউরোপিয়ান ফুটবলে দলবদল খুবই নৈমিত্তিক ঘটনা। তবে শিরোনামে থাকা ফুটবলাররা কে কোথায় যাচ্ছেন, তা দেখতে মুখিয়ে থাকেন ভক্তরা। সেরকমই এক উদীয়মান তারকা জুলিয়ান আলভারেস। সম্প্রতি মেসিদের সাথে জিতেছেন বিশ্বকাপ ও কোপা আমেরিকা। ম্যানচেস্টান সিটিতে খেলা আলভারেস ইংলিশ ক্লাবকে বিদায় জানিয়ে পাড়ি জমিয়েছেন স্পেনে।

আলভারেসের বিদায় সবকিছু একরকম নিশ্চিতই ছিলো। বাকি ছিলো কেবল আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেটিও হয়ে গেলো। ম্যানচেস্টার সিটি ছেড়ে আতলেতিকো মাদ্রিদে যোগ দিলেন বিশ্বকাপ ও কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেস।

বিশ্বকাপ ও কোপা আমেরিকার শিরোপা হাতে আলভারেজ

বিশ্বকাপ ও কোপা আমেরিকার শিরোপা হাতে আলভারেজ

২৪ বছরের এই তারকা ফুটবলারকে ছয় বছরের চুক্তিতে দলে টানার কথা সোমবার জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রাথমিকভাবে আটলেটিকোর খরচ হবে সাড়ে ৭ কোটি ইউরো। বিভিন্ন বোনাসসহ অঙ্কটা সাড়ে ৯ কোটি ইউরো হতে পারে।

আরও পড়ুন:

» তামিমের সঙ্গে কথা বলে তার মতামত জানতে চান প্রধান নির্বাচক

» ফিনালিসিমা নিয়ে অনিশ্চয়তা, কারণ জানা গেল

সিটির কোনো খেলোয়াড় বিক্রির দামে পেছনে পড়ে গেলো ২০২২ সালে চেলসির কাছে ৫ কোটি পাউন্ডে ইংলিশ উইঙ্গার রাহিম স্টার্লিংকে বিক্রির রেকর্ড। একই বছর স্বদেশী ক্লাব রিভার প্লেট থেকে সিটিতে যোগ দেন আলভারেস।

ইংলিশ ক্লাবটিতে প্রথম মৌসুমেই ট্রেবল জয়ের স্বাদ পান আর্জেন্টাইন ফরোয়ার্ড। একই মৌসুমে জেতেন ২০২২ কাতার বিশ্বকাপ। সিটির জার্সিতে সব মিলিয়ে দুটি প্রিমিয়ার লিগ, একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন আলভারেস।

সিটির হয়ে ১০৩ ম্যাচে গোল তার ৩৬টি। সম্প্রতি আর্জেন্টিনার হয়ে জিতেছেন কোপা আমেরিকা। গত মাসে আলভারো মোরাতা এসি মিলানে পাড়ি জমানোর পর একজন সেন্টার ফরোয়ার্ডের ঘাটতি আলভারেসকে দিয়ে পূরণ করলেন আটলেটিকো কোচ দিয়েগো সিমিওনি।

ক্রিফোস্পোর্টস/১৩আগস্ট২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল