চলতি নভেম্বর মাসে আগে থেকেই ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাব ইন্টার মায়ামির চীন সফরে যাওয়ার কথা ছিল। সেখানে ক্লাবটির চাইনিজ লিগের দুইটি দলের সাথে দুইটি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা। কিন্তু অনাকাঙ্ক্ষিত ‘পরিস্থিতির’ জন্য ইন্টার মায়ামির চীন সফর আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।
চলতি বছরের জুলাই মাসেই ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই এর সাথে চুক্তি শেষ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের ঘরোয়া লিগ মেজর লিগ সকারের (এমএলএসে) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।
নভেম্বর মাসেই লিওনেল মেসিসহ ইন্টার মায়ামির চীন সফরে আসার কথা ছিল। কিন্তু কোনো এক ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির’ জন্য সফরটি বাতিল করেছে ক্লাব কর্তৃপক্ষ। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। ফলে মেসিদের চীনে যাওয়া থমকে গেল।
চাইনিজ সুপার লিগের দল কিংডাউ হাইনিউ এফসির বিপক্ষে ৫ নভেম্বর এবং চেংডু রংচেং এর বিপক্ষে আগামী ৮ নভেম্বর মেসিদের খেলা হওয়ার কথা ছিল। মেজর লিগ সকারের পরের মৌসুম শুরু হতে আরো প্রায় ৪ মাস বাকি। এই দুইটি প্রীতি ম্যাচ ছাড়া ক্লাবের হয়ে মেসির এই সময়ে আর কোনো ম্যাচ নেই।
আরও পড়ুন: লংকানদের ৩৫৮ রানের লক্ষ্য দিলো ভারত
ক্রিফোস্পোর্টস/০২নভেম্বর২৩/এমএস/এমটি