লিওনেল মেসির হাত ধরে ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়েছে আর্জেন্টিনা। কাতারে বিশ্বকাপ মিশনে মেসি যে জার্সি পরে খেলেছেন এবার সেগুলো কিনে নেওয়ার সুযোগ পাচ্ছেন ভক্তরা। যুক্তরাষ্ট্রের বিখ্যাত নিলামঘর সোথবি মেসির পরা ছয়টি জার্সি নিলামে তুলতে যাচ্ছে।
গত ডিসেম্বরে ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব জয়ের স্বাদ পান মেসি। পুরো আসরে তার পা থেকে আসে ৭ টি গোল। জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’।
মেসির জার্সিগুলো নিলামে তোলার আয়োজক প্রতিষ্ঠান নিলামঘর সোথবির আশা মেসির জার্সি বিক্রি করে ৮০ লাখ পাউন্ডের বেশি আয় করা সম্ভব।
সোথবি জানিয়েছে, নিলাম থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ যাবে ইউনিকাস প্রকল্পে। প্রকল্পটি লিও মেসি ফাউন্ডেশনের তত্বাবধানে বার্সেলোনার শিশু হাসপাতালের একটি উদ্যোগ, যা বিরল রোগে আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করে।
উল্লেখ্য, বিডিং চলাকালীন অর্থাৎ আগামী ৩০ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর তারিখ পর্যন্ত জার্সিগুলো বিনামূল্যে সকলের দেখার জন্য প্রদর্শন করা হবে। সোথবির নিউ ইয়র্ক সদর দফতরে মেসির জার্সিগুলো প্রদর্শনীর জন্য রাখা হবে।
আরও পড়ুন: বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন
ক্রিফোস্পোর্স/২১নভেম্বর২৩/এমএ