শার্লটের বিপক্ষে ঘরের মাঠ ফ্লোরিডার ফোর্ট লডারডেলে আজ মুখোমুখি হয়েছিল লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। টানা দুই ম্যাচ ড্রয়ের পর জয়ের প্রত্যাশায় মাঠে নেয়েছিল মায়ামি। তবে এই ম্যাচেও ড্র করে সন্তুষ্ট থাকতে হলো মেসিদের।
অবশ্য ড্র করেও কোনো ক্ষতি হয়নি মায়ামির। কেননা মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। এছাড়াও শীর্ষে আছে সাপোর্টার্স শিল্ডের পয়েন্ট টেবিলেও। এর আগেই মায়ামি মেজর লিগ সকারের প্লে-অফে জায়গা করে নিয়েছে।
এই দিন শার্লট ৫৭ মিনিটের মাথায় গোল করে ১-০ এগিয়ে যাই। পিছিয়ে পড়ায় ব্যবধান কমাতে মরিয়া হয়ে পড়েন মেসিরা।
শার্লট গোল দেওয়ার ঠিক পরের মিনিটেই জদি আলবার কর্নার থেকে মেসি দারুণ এক হেড করেন। তবে সেই হেডে পরাস্ত হয় মেসি। আর্জেন্টাইন তারকার প্রচেষ্টা ঠেকিয়ে দেন শার্লট গোলকিপার।
আরও পড়ুন: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মন্থর ব্যাটিং করে হারলো বাংলাদেশ
৬৭ মিনিটের মাথায় সমতায় ফেরান মেসি। বক্সের বাইরে মেসির বাঁ পায়ের জোরালো শট শার্লটের গোলে জড়ায়। এবারের মেজর লিগ সকারে এটা ১৫তম গোল মেসির।
৭৭ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ আসে মায়ামির। শার্লটের ফরাসি ডিফেন্ডার আদিলসন মালান্দা বক্সের ভিতরে ফেলে দেন দিয়েগো গোমেজকে। রেফারি পেলান্টির সিদ্ধান্ত দেয়। তবে ভিএআর রিভিউতে বেঁচে যাই শার্লট। এর পর আর তেমন সুযোগ না পেয়ে ড্র নিয়ে মাঠ ছাড়েন মেসিরা।
এই ড্রয়ে ৩১ ম্যাচে ৬৫ পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান করছে মায়ামি। দ্বিতীয় স্থানে আছে কলম্বাস। তাদের পয়েন্ট ৫৭। ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে সিনসিনাটি। আগামী বৃহস্পতিবার মায়ামি ড্র করলেই পেয়ে যেতে পারে সাপোর্টাস শিল্ডের ট্রফি।
ক্রিফোস্পোর্টস/২৯সেপ্টেম্বর২৪/এইচআই