Connect with us
ফুটবল

হারতে হারতে শেষ সময়ে মেসির গোলে রক্ষা পেলো মায়ামি

Lionel messi miami
মেসির উল্লাস। ছবি- সংগৃহীত

মেজর সক্কার লিগে (এমএলএস) নতুন মৌসুমের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খাচ্ছিলো ইন্টার মায়ামি। লিওনেল মেসির মতো শক্তিশালী তারকা নিয়ে পুরো ম্যাচে আধিপত্য দেখালেও জিততে পারেনি মায়ামি। উল্টো হারের শঙ্কায় পড়েছিল। সেখানে শেষ সময়ে মেসির গোলে হার থেকে রক্ষা পেয়েছে দলটি। লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির মাঠে ১-১ গোলে ড্র করে পয়েন্ট বাঁচিয়ে ফিরেছে মেসিরা।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে গ্যালাক্সির মাঠে আতিথেয়তা নিতে গিয়ে হারতেই বসছিল মায়ামি। পুরো ম্যাচে ৬৪ শতাংশ বল দখলে রেখেছিলে মেসিরা। অন্যদিকে গ্যালাক্সির তারকারা বল রাখতে পেরেছিল মাত্র ৩৬ শতাংশ সময়। তবে জাল লক্ষ্য করে বেশি শট নিয়েছে গ্যালাক্সিই। টার্গেট বরাবর মেসিরা ৫টা শট নিলেও গ্যালাক্সিরা ফুটবলাররা ৯বার শট নিয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও ৭৫ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল।

এদিন মায়ামির জালে প্রথম গোল দেন সার্বিয়ান স্ট্রাইকার ডেজান জোভেলিচ। ম্যাচের ৭৫ মিনিটে গোল করে মায়ামিকে থমকে দেন এই সার্ব তারকা। ম্যাচে প্রায় ১৮ মিনিট পর্যন্ত এগিয়েই ছিল লস অ্যাঞ্জেলসের দলটি। জয়ের উৎসব করবে এমন সময় মেসির গোলে মুষড়ে পড়ে গ্যালাক্সি শিবির।

জর্ডি আলবার থেকে পাওয়া শট পায়ে নিয়ে মেসি যখন গ্যালাক্সির জালে বল পাঠালেন তখন ঘড়ি বলছে সময় ৯০ মিনিটের সঙ্গে আরও ২ মিনিট। অর্থাৎ অতিরিক্ত সময়ে গোল করে মায়ামিকে হার থেকে বাঁচিয়েছেন মেসি। এই গোলের কিছুক্ষণ পরই খেলার শেষ বাশি বাজান রেফারি। ১-১ গোলে ড্র হয় ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে গ্যালাক্সি আর মায়ামি।

এর আগে মৌসুমের প্রথম ম্যাচে ঘরের মাঠে রিয়াল সল্ট লেককে ২-০ গোলে গারিয়ে বছর শুরু করেছে মায়ামি। দুই ম্যাচে এক জয় ও এক ড্রতে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে মেসিরা।

আরও পড়ুন: আল নাসরের জয়ের রাতেও গোল পেলেন রোনালদো

ক্রিফোস্পোর্টস/২৬ফেব্রুয়ারি২৪/এফজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল