Connect with us
ফুটবল

মেসিকে না খেলানোর ব্যাখ্যা দিলেন মায়ামি কোচ মার্তিনো

Lionel Messi with Inter Miami Coach Gerardo Martino
মার্তিনোর সঙ্গে মেসি। ছবি- সংগৃহীত

আজ মেজর লিগ সকারে অরল্যান্ডোর সিটির বিপক্ষে ম্যাচ ছিল লিওনেল মেসির ইন্টার মায়ামির। কিন্তু হাঁটুতে চোট পাওয়ায় সে ম্যাচে খেলতে পারেননি মায়ামির অধিনায়ক মেসি। ম্যাচটি গোল শূণ্য ড্র করেছে মেসিহীন মায়ামি। ম্যাচ শেষে আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরকে না খেলানোর কারণ জানালেন দলটির কোচ জেরার্দো মার্তিনো।

গত রবিবার মন্ট্রিয়েলের বিপক্ষে ম্যাচে ট্যাকেলের শিকার হয়ে মূলত হাঁটুতে চোট পেয়েছিলেন মেসি। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠেও ফিরে এসেছিলেন। যদিও আজ ম্যাচের আগেই দেশটির গণমাধ্যম মেসির না খেলার সম্ভাবনার কথা জানিয়েছিল। পরে দেখা যায় মেসিকে একাদশে রাখা হয়নি। এমনকি বেঞ্চেও ছিলেন না তিনি।

ইন্টার মায়ামি অবশ্য জানিয়ে রেখেছিল, মেসির চোট তেমন গুরুতর না। মেসি দলের সঙ্গে নিয়মিত অনুশীলনও সেরে রেখেছেন। দল তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি বিধায় আজকের ম্যাচে তাকে খেলানো হয়নি।

এ বিষয়টি মায়ামির কোচ মার্তিনো নিজেই পরিষ্কার করেছেন, ‘মেসি কিছুটা অস্বস্তিতে ছিল তাই সে চিকিৎসকদের করে দেওয়া সূচি অনুসারে নিয়মিত অনুশীলন করেছে। আগের ম্যাচে সে হাঁটুতে ব্যথা পেয়েছিল তাই এমনটা করা হয়েছে। তবে তার কিছু পরীক্ষা করানো হয়েছে যেগুলোর ফলাফলে দুশ্চিন্তার মত কিছু পাওয়া যায়নি।’

মেসিকে না খেলানোর প্রসঙ্গে মায়ামি কোচ আরও জানান, ‘এক সপ্তাহের মধ্যে তিনটি ম্যাচ খেলতে হবে। আর মেসিও কিছুটা অস্বস্তিতে ছিল তাই তাকে না খেলানোই বুদ্ধিমানের কাজ বলে মনে হয়েছে আমাদের। শনিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে তাকে খেলাতে পারি আমরা। তবে সেটিও নির্ভর করবে সে কতটুকু উন্নতি করতে পারবে তার উপর।’

সঙ্গে দলের সেরা খেলোয়াড়ের গুরুত্ব কতটুকু সেটাও বলতে ভুল করেননি মার্তিনো, ‘লিও মাঠের ২৫ মিটারের মধ্যে যা করতে পারে সেটা আর কারো পক্ষে সম্ভব না। আজ ম্যাচে আমরা সেই অভাবটাই অনুভব করেছি। বার্সেলোনাও এই বিষয়টা আরও ১০ বছর আগেই বুঝতে পেরেছে। আজ আমাদের ড্রয়ের পিছনে এই অভাবটাই কাজ করেছে।’

এমএলএসে ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ ডিসি ইউনাইটেড। ম্যাচটি বাংলাদেশ সময় রবিবার ভোর ৫:৩০ মিনিটে শুরু হবে।

আরও পড়ুন: কোপা আমেরিকার আগে মেসিকে নিয়ে দুঃসংবাদ 

বিশ্বকাপ দল নিয়ে ফেসবুকে আবেগঘন বার্তা দিলেন মিরাজ

ক্রিফোস্পোর্টস/১৬মে২৪/এমএস/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল