কনকাকাফ চ্যাম্পিয়ন কাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে মেসির ইন্টার মায়ামি। এবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মেসির করা অখেলোয়াড়সুলভ বিতর্কিত কর্মকাণ্ডের জন্য শাস্তির মুখে পড়েছে ইন্টার মায়ামি। পাশাপাশি ঘটনার তদন্ত শেষে মায়ামিকে সতর্ক করেছে কনকাকাফ কর্তৃপক্ষ।
গেল ৪ এপ্রিল (বৃহস্পতিবার) চেজ স্টেডিয়ামে মেক্সিকান ক্লাব মনটেরির মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। সেদিন অবশ্য চোটের কারণে মাঠে নামেননি মার্কিন এই ক্লাবের সবথেকে বড় তারকা লিওনেল মেসি। তবে মাঠে বসে খেলা দেখেছেন তিনি। সেদিন মনটেরির বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছিল মেসির মায়ামি।
তবে বিপত্তি ঘটেছে অন্য জায়গায়। ইএসপিএনের দাবি, মনটেরির কোচের করা এক মন্তব্যকে কেন্দ্র করে ম্যাচ শেষে প্রতিপক্ষের ড্রেসিংরুমে গিয়ে চিৎকার চেঁচামেচি করে এসেছেন আর্জেন্টাইন তারকা। সেসময় তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও জর্দি আলবা। মেসির এমন আচরণে মায়ামির বিরুদ্ধে কনকাকাফ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে মনটেরি।
সেদিন ম্যাচের আগে মনটেরির কোচ ফার্নান্দো অর্টিজ মন্তব্য করেছিলেন লিওনেল মেসির কারণে ইন্টার মায়ামি রেফারির কাছ থেকে বাড়তে সুবিধা পাবে। প্রতিপক্ষ কোচের করা এমন মন্তব্য এবং দলের পরাজয় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের ড্রেসিং রুমে গিয়ে এমন অখেলোয়াড়সুলভ আচরণ করেছেন মেসি।
মেসি, লুইস সুয়ারেজ ও জর্দি আলবার নামে অভিযোগ দেয়ার পর ঘটনার তদন্ত শেষে কনকাকাফ কর্তৃপক্ষ জরিমানা করেছে মায়ামিকে। আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ডিসিপ্লিনারি কমিটি মায়ামিকে আর্থিকভাবে শাস্তি করেছে। তবে স্টেডিয়ামে নিরাপত্তা ঘাটতির কারণে জরিমানার পরিমাণ গোপন রাখা হয়েছে।
এছাড়া তদন্ত কমিটি মায়ামিকে সতর্ক করে বলেছে, ভবিষ্যতে কনকাকাফ ক্লাব প্রতিযোগিতায় এমন কোন ঘটনার পুনরাবৃত্তি হলে আরও গুরুতর শাস্তি পেতে পারে তারা। উল্লেখ্য, কনকাকাফ চ্যাম্পিয়ন কাপের কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে মনটেরির বিপক্ষে ৫-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইন্টার মায়ামি।
আরও পড়ুন: মুস্তাফিজের সামনে নতুন দুই রেকর্ড গড়ার সুযোগ
ক্রিফোস্পোর্টস/১৩এপ্রিল২৪/এফএএস