মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ড রিভল্যুশনের বিরুদ্ধে একটু জ্বলেই উঠলো ইন্টার মায়ামি। খেলা শুরু হওয়ার মিনিট পেরোতে না পেরেতেই নিউ ইংল্যান্ড রেভল্যুশনের আর্জেন্টাইন খেলোয়াড় থমাস চ্যাংকেল দুর্দান্ত গোল করে চমকে দেন মেসিদের। ফলে প্রথম মিনিটেই পিছিয়ে পড়তে হয় মেসিদের। কিন্তু টানা চারটি গোল দিয়ে ঘুরে দাঁড়িয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে মেসিরা।
রবিবার (২৮ এপ্রিল) ভোরে ম্যাসাচুসেটসের গিল্লেত্তে স্টেডিয়ামে প্রথম মিনিটে পিছিয়ে পড়ার ২৫ মিনিট পেরোলেও কোন দলই সুযোগ কাজে লাগাতে পারেনি। ৩২ মিনিটের মাথায় টেইলরের দুর্দান্ত এসিস্টে ১-১ গোলে সমতায় ফেরান লিওনেল মেসি। ফলে চলতি মৌসুমে নিজের ঝুলিতে গোলের সংখ্যা আটে নিয়ে যান ক্ষুদে জাদুকর।
৩৯ মিনিটে আরো একটি সুযোগ পায় মায়ামি। মেসির দেওয়া কর্নারে নিকোলাস ফ্রেয়ার হেড করলেও লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটের নিউ ইংল্যান্ড গোলের সুযোগ হাতছাড়া করে। হেরনসের দেওয়া শট ভালোভাবে ডিফেন্ড করেন জুলিয়ান গ্রেসার। ৬৭ মিনিটে আসে মেসির দ্বিতীয় গোল। ফলে ২-১ গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। এই নিয়ে চলতি মৌসুমে ৯ গোলের মালিক হন লিও।
ইন্টার মিয়ামির তৃতীয় গোলটি করেন করেন বেঞ্জামিন ক্রেমাশি ৮৩ মিনিটে। খেলার প্রায় শেষ মুহূর্তে গোল পান সুয়ারেজ। বার্সেলোনার পুরানো বন্ধু মেসির অ্যাসিস্টে মিয়ামির হয়ে চতুর্থ গোলটি করেন উরুগুয়ের এই তারকা। মেসি চলতি মৌসুমে সপ্তম অ্যাসিস্ট এটি।
৪-১ গোলের দারুণ জয়ের সুবাদে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে মেসির ক্লাব।
আরও পড়ুন: নিউজিল্যান্ডকে সিরিজ জিততে দিলো না বাবর ও শাহীন
ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৪/এজে