Connect with us
ক্রিকেট

হারের পর আইসিসির সমালোচনা করলেন পাকিস্তানের টিম ডিরেক্টর

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে জয়ের ধারাবাহিকতার থেকে ছিটকে গেছে বাবর আজমরা। এ নিয়ে ওডিআই বিশ্বকাপে আটবারের দেখায় আটটিতে হেরেছে পাকিস্তান। তবে এই ম্যাচের আয়োজন নিয়ে আইসিসির সমালোচনা করেছে পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার। তার কাছে মনে হয়েছে এটি কোন বিশ্বকাপ নয়, এটি একটি দ্বিপাক্ষিক সিরিজ।

শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই ম্যাচে অধিকাংশ দর্শকই ছিল ভারতের। কারণ ভিসা সমস্যার কারণে পাকিস্তানের তেমন সমর্থক আসতে পারেনি ভারতে। যার ফলে স্টেডিয়াম পরিপূর্ণ ছিল ব্লু জার্সিতে। ফলে পুরো পরিবেশটাই ভারতকে বাড়তি সুবিধা দিচ্ছে বলে মনে করেন মিকি আর্থার।

তার ভাষ্যমতে, ‘সত্যি বলতে এটা আমার কাছে আইসিসির ইভেন্ট বলে মনে হয়নি। এটা আমার কাছে বিসিসিআইয়ের কোন দ্বিপাক্ষিক সিরিজের মত মনে হয়েছে। তাছাড়া আজ লাউডস্পিকারে “দিল দিল পাকিস্তান” তেমন একটা শুনা যায়নি।’

তবে এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাননি আর্থার। ম্যাচ হারের কারণ হিসেবে পাকিস্তানের ব্যাটারদেরকেই দোষ দেন তিনি। তাছাড়া ভারতের বোলারদেরকেও কৃতিত্ব দেন তিনি।

‘একটা বড় লক্ষ্যের দিকেই ছুটছিল পাকিস্তান, তাই ব্যাটারদের আরেকটু নিয়ন্ত্রিত ব্যাটিং করা উচিত ছিল। দুই উইকেটে ১৫৫ থেকে ১৯০ এর কাছে এসে অলআউট হয় যাওয়া কোনভাবেই মেনে নেয়া যায় না। ভারতের বোলাররা অনেক ভালো বোলিং করেছেন, তাদের কৃতিত্ব না দিয়ে পারা যায় না।’

বিশ্বজুড়ে ক্রীড়া প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। আর এই ম্যাচ নিয়ে ক্রিকেটপাড়ায় আগ্রহও থাকে বেশ। আগামী ১৯ নভেম্বর এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেখানে আবারও ভারতের সাথে ফাইনাল খেলার আশা ব্যক্ত করেছেন আর্থার।

আরও পড়ুন: লঙ্কান শিবিরে দুঃসংবাদ, এবার বাদ পড়লেন অধিনায়ক

ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৩/এমটি/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট