Connect with us
ক্রিকেট

মাইটি অস্ট্রেলিয়া: যাদের সবাই চ্যাম্পিয়ন মেন্টালিটির!

Jos Inglish
৩৫ বলে ৭৪ রানের জুটি গড়ে অনবদ্য জয় এনে দেন ইংলিস-ম্যাক্সি

প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডদের ছাড়া খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। ছিলেন না মার্কাস স্টোইনিসও। ভঙ্গুর ও নড়বড়ে দলের কাছে প্রত্যাশাও হয়তো খুব বেশি একটা ছিল না। কিন্তু ওই যে, দলটার নাম অস্ট্রেলিয়া। যাদের সব ক্রিকেটারই চ্যাম্পিয়ন মেন্টালিটির। তাই তো নতুন তারকা দিয়েও পাহাড়সম টার্গেট পার করে ফেলে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়ে ছন্নছাড়া বোলিংয়ের নজির গড়ে। কিন্তু ব্যাটিংয়ে গিয়ে এলোমেলো করে দেয় ইংলিশ লাইনআপ। প্রথম ম্যাচে ইংলিশ বোলারদের তুলোধুনো করে দিয়েছেন জস ইংলিস। পার্শ্বনায়কের ভূমিকায় ছিলেন অ্যালেক্স ক্যারি, ম্যাক্সওয়েল, শর্ট ও লাবুশানে।

Mathwe Short

৬৩ রানের কার্যকরী ইনিংস খেলেন ম্যাথু শর্ট

এদিন ৯০ এর ঘরে ঢুকে যখন একটা ব্যাটার বাউন্ডারি পাওয়ার শট খেলে, তখন বুঝাই যায়, পার্সোনাল এচিভমেন্টের চেয়ে দল জেতানোই এদের কাছে মুখ্য। জস ইংলিসের যখন ৮৪ রান, দলের রান ২৯৫! এই ২৯৫ এর মাঝে অস্ট্রেলিয়ার ছক্কা ছিল ইনিংসে কেবল দুইটা, চারের উপর ভর করেই ঐতিহাসিক চেজের দিকে এগুচ্ছিলো অস্ট্রেলিয়া।


আরও পড়ুন:

» নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন মাহমুদউল্লাহ? যা জানা গেল

» সাড়ে তিনশ রান তাড়া করে অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য জয়


সেই ৮৪ রান থেকে দুর্দান্ত এক শটে ছক্কা, ইংলিস ঢুকলেন ৯০ এর ঘরে। সেখানে পরের বলেই একটা রিভার্স শটে ছক্কা! নব্বইয়ের ঘরে এই শটটা অনেক কিছু বলে দেয়! ৯৮ এর ঘরে যখন ছিলেন, দলের লাগে ৩৪ বলে ৪২; সিংগেল নিয়ে এগুলেও পারতেন। কিন্তু মারার মত স্লোয়ার বল পেয়েছে, একদম দ্বিধাহীন হয়ে সপাটে চালিয়েছেন ছক্কার জন্য। চ্যাম্পিয়ন মেন্টালিটি এটাই!

অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন মেন্টালিটির টিম, বড় মঞ্চের টিম। কিন্তু সাড়ে তিনশ রানের টার্গেটে ট্রাভিস হেড ও স্মিথ আউট হওয়ার পর যখন অস্ট্রেলিয়ার স্কোর ২৭/২; কয়জন ভেবেছিলেন ৩৫২ রানের পাহাড় এই চ্যাম্পিয়ন মেন্টালিটির টিম ডিঙাবে? অনেকেই হয়তো ভাবেননি। কিন্তু জশ ইংলিস যেন ম্যাচ উইনার ট্রাভিস হেডের মিরর ভার্সন হয়ে খেলেছেন এই ম্যাচে।

Glen Maxi

মাত্র ১৫ বলে ৩২ রানের ইনিংস খেলে দলকে দ্রুত জেতান ম্যাক্সি।

শুধু কি ইংলিস, ইংলিসের সাথে এদিন পার্শ্বনায়কের ভূমিকায় ম্যাক্সওয়েল, শর্ট ও লাবুশানেও ছিলেন। আর প্রথম পার্শ্বনায়ক অ্যালেক্স ক্যারেও ছিলেন। প্রথম ইনিংসে দুটো অসাধারণ ক্যাচ, তারপর ১৪৬ রানের ম্যাচ উইনিং জুটিতে বড় ভূমিকা রাখা। তবে সবকিছু ছাপিয়ে আজকের নায়ক জস ইংলিশ।


আরও পড়ুন:

» ভারতীয় ক্রিকেটার হয়েও যে কারণে চান পাকিস্তানের জয়

» ভারত-পাকিস্তান ম্যাচসহ আজকের খেলা (২৩ ফেব্রুয়ারি ২৫)


একটা পর্যায়ে অস্ট্রেলিয়ার ৩৩ চারের পাশে ছক্কা ছিল মাত্র ২টা, পরে অবশ্য ইংলিশ আর ম্যাক্সওয়েল শেষে ঝড় তুলেছেন ছক্কার। তারা জাস্ট স্ট্রাইক রোটেট করেই লক্ষ্যে অটুট ছিল, কোনো ওভার বাউন্ডারির ট্রাইই করেনি।

Labushncge

এই জয়ে কৃতিত্ব আছে মার্নাস লাবুশানেরও

আর শেষে সেট ব্যাটার ইংলিস ও ম্যাক্সির ঝড়ে ১৫ বল হাতে রেখে অর্থাৎ ২৮৫ বলেই ৩৫২ রান করে ফেলেছে। যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়।

এদিকে অস্ট্রেলিয়ার এই মানসিকতার কারণেই সমৃদ্ধ হয়েছে তাদের ক্রিকেট। ওয়ার্নার, পন্টিং, হেইডেন, গিলক্রিস্ট, ক্লার্ক, স্টিভ ওয়াহ, তারা হয়তো এখন ভাবছেন তাদের রেখে যাওয়া তরীর হাল ঠিকভাবেই ধরেছেন তরুণরা।

ক্রিফোস্পোর্টস/২৩ফেব্রুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট