Connect with us
ক্রিকেট

সিরিজ হেরে আফগান ব্যাটারদের কৃতিত্ব দিলেন মিরাজ

Miraz talk about Afghanistan batter
আফগান ক্রিকেটারদের নিয়ে কথা বললেন মিরাজ। ছবি- সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে স্বস্তিতে ফিরেছিল বাংলাদেশ। আশা ছিল শেষ ম্যাচে ভালো খেলে সিরিজ নিজেদের করে নেয়ার। তবে দীর্ঘদিন পর পছন্দের এই ফরমেটে খেলতে নেমে সিরিজ হারের স্বাদ পেল টাইগাররা।

গতকাল সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। এদের আগে ব্যাট করে স্বাগতিকদের ২৪৫ রানের লক্ষ্য ছুড়ে দেয় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন। তবে গুরবাজের সেঞ্চুরিতে ১০ বল হাতে রেখে লক্ষ্য পূরণ করে নেয় আফগানরা।

ম্যাচে ভালো শুরু করলেও আচমকা ব্যাটিংয়ে ধস নামে টাইগার টপ অর্ডারের। মাহমুদউল্লাহ রিয়াদের ৯৮ ও মিরাজের ৬৬ রানে ভর করে লড়াই করার পুজি পায় বাংলাদেশ। তবে রহমানউল্লাহ গুরবাজ ও আজমাতউল্লাহ ওমারজাই এর শতরানের জুটিতে জয়ের ভিত পায় আফগানিস্তান।

আফগান ওপেনার গুরবাজ খেলেন ১০১ রানের ইনিংস। আর ওমারজাই এর ব্যাট থেকে আসে ৭০ রান। শেষ দিকে মোহাম্মদ নবী খেলেছেন ২৭ বলে গুরুত্বপূর্ণ ৩৪ রানের ইনিংস। আর এতেই জয়ের আশা ছেড়ে দেয় বাংলাদেশ। এমন পরাজয়ের পর আফগানিস্তানের জয়ের জন্য টাইগার অধিনায়ক বিরাজ কৃতিত্ব দিয়েছেন আফগান ক্রিকেটারদেরই।

আরও পড়ুন:

» পারল না বাংলাদেশ, আফগানিস্তানের কাছে সিরিজ হার

» মাহমুদউল্লাহর ইনিংসকে ‘অবিশ্বাস্য’ বললেন তার স্ত্রী

সিরিজ হেরে ব্রডকাস্টকে মিরাজ বলেন, ‘এটা কঠিন ছিল। তবে ছেলেরা ভালো করেছে, বিশেষ করে রিয়াদ ভাই অসাধারণ ছিল। সমস্যাটা হয়েছে মিডল ওভারে আমরা তাদের উইকেট তুলতে পারিনি। শেষ দুই ম্যাচে যদি দেখি তাহলে বোঝা যায় যে উইকেট কিছুটা স্পিনিং ছিল। যে কারণে শুরুতে আজ ব্যাটিং নিয়েছিলাম। তবে শিশিরের কারণে উইকেট সহজ হয়ে গিয়েছে।’

ম্যাচ শেষে আফগান ব্যাটারদের কৃতিত্ব দিতে একদমই ভুলেননি নতুন টাইগার অধিনায়ক। এছাড়া এই সিরিজ হারলেও আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে এখন ভাবতে চান তিনি, ‘তাদের ব্যাটাররা বেশ ভালো করেছে। বিশেষ করে গুরবাজ এবং ওমরজাই। অনেকদিন পর আমরা শারজাহতে খেললাম, বিশেষ করে ওয়ানডে। সামনে ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে, সেদিকেই আমরা মনোযোগ রাখছি।’

ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট